যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প চীনে
- আপডেটের সময় : ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭
- / ১২৭৯ টাইম ভিউ
উত্তর কোরিয়া নিয়ে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প চীনে পৌঁছেছেন।
দক্ষিণ কোরিয়া সফর শেষে বুধবার তিনি চীনের রাজধানী বেইজিং পৌঁছান। এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিন পিং বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
বুধবার দুপুরে ট্রাম্প তার স্ত্রী মেলানিয়াকে বহনকারী বিমান যখন বেইজিংয়ে অবতরণ তখন তাদের লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। যদিও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার যখন তার প্রেসিডেন্টের মেয়াদের শেষ দিকে চীনে গিয়েছিলেন তখন তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়নি।
সংবর্ধনার পর ট্রাম্প ও ফার্স্টি লেডি মেলানিয়াকে ‘ফরবিডেন সিটি’তে যান; যেখানে চীনের সম্রাটরা শতাব্দীর পর শতাব্দী বাস করতেন। এখানে জিনপিং ও তার স্ত্রীর সঙ্গে রাতের খাবার খাবেন ট্রাম্প ও মেলানিয়া। যা যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্টের কাছে অভূতপূর্ব ।
চীন সফরে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি সংকট নিয়ে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে আলাপ করবেন ট্রাম্প। এছাড়া দুদেশের ব্যবসা বাণিজ্য উন্নয়ন সংক্রান্ত বিষয়েও দুদেশের মধ্যে আলোচনা হবে।
এদিকে বেইজিং পৌঁছার আগে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে দেওয়া ভাষণে ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছিলেন।
হোয়াইট হাউস মনে করে উত্তর কোরিয়ার পরমাণু কার্যক্রমে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু বেইজিং বলছে, তারা উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণে যথেষ্ঠ করেছে।
জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে পারমাণবিক ও পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। চীন দেশটির একমাত্র আন্তর্জাতিক মিত্র।
এ সফরের পূর্বে ট্রাম্প বলেছিলেন, বিশাল রাজনৈতিক জয়ের পর তিনি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের জন্য মুখিয়ে আছেন।
গত রোববার জাপান সফরের মধ্য দিয়ে ১২ দিনব্যাপী এশিয়া সফর শুরু করেন ট্রাম্প। সফরসঙ্গী হিসেবে স্ত্রী মিলেনিয়াও তার সঙ্গে রয়েছেন। সূত্র: বিবিসিৃ