যথাযথ গাম্ভীর্যের মধ্যে দিয়ে পরিবেশে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালন করেছে ভেনিস প্রবাসীরা
- আপডেটের সময় : ০৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪
- / ২১৩ টাইম ভিউ
উৎসবমুখর পরিবেশে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালন করেছে ইতালির ভেনিস প্রবাসীরা।
ইতালি প্রতিনিধি
ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য সহ ইউরোপে
মুসলমানদের বৃহৎ ঈদুল ফিতর পালিত হয়েছে। আনন্দ ঘন পরিবেশে উৎসবের আমেজে পরিবার পরিজন নিয়ে ইতালির ভেনিসে ঈদ পালন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। ঈদের দিন কর্মদিবসের ফলে পরিবারের সাথে কুশল বিনিময় আর ঈদের নামাজ আদায় করেই কাজে চলে যেতে হয়েছে অনেককেই।
ভেনিসে এই বছর খোলা মাঠে ও মসজিদ গুলোতে প্রায় পনেরোটি ঈদের নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।
ভেনিসে সকাল ৭ টায় প্রথম ঈদের নামাজ অনুষ্ঠিত হয় বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে। এর পরে ধারাবাহিক ভাবে আরো ৪ টি ঈদের নামাজ অনুষ্টিত হয়। এছাড়া মারগেরা মসজিদের অধীনে খেলা মাঠে চারটি ,বিয়া পিয়াভে মসজিদে দুইটি ,পুরাতন জামে মসজিদে তিনটি ,কমিউনিটি নেতা মনোয়ার ক্লার্কের উদ্যোগে হলরুমে দুইটি ঈদের নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়।
ভেনিসের সবচেয়ে বড় প্রায় দুই হাজার মুসল্লিদের উপস্থিতিতে জবানী ফের লা উমানিতার আয়োজনে লা পাছে মসজিদের সহযোগিতায় খোলা মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেকটি ঈদের নামাজে মুসল্লিদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
ঈদের নামাজ সুন্দর ভাবে সুস্থ অবস্থায় আদায় করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন প্রবাসীরা। নামাজ শেষে দেশে থাকা পরিবারের নিকট ফোনে কুশল বিনিময় করতে ব্যস্ত সময় পার করেন অনেকেই। আবার অনেক প্রবাসীকে পরিবার ও নিকট আত্মীয় স্বজনদের নিয়ে দিনটি আনন্দের মধ্য অতিবাহিত করতে দেখা যায়।
ঈদ আনন্দের মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশী সহ বিশ্বের সকল মুসলিম ভালো থাকুক এমনটাই কামনা করেন সকলেই।