মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে একজনের প্রার্থীতা প্রত্যাহার : প্রতিদ্বন্দ্বিতায় ৪ জন প্রার্থী
- আপডেটের সময় : ০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮
- / ২৯৩ টাইম ভিউ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে আজ রবিবার মৌলভীবাজার-৪ আসন থেকে বিএনপির দুই প্রার্থীর মধ্যে আশিক মুঈদ চৌধুরী প্রার্থীতা প্রত্যার করেছেন। জেলা রির্টানিং অফিসরের কারযালয় সূত্রে জানা যায়, এই আসনে ৫ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। প্রার্থীতা প্রত্যাহার শেষে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বর্তমানে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন: আওয়ামীলীগ তথা মহাজোট থেকে সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ, বিএনপি থেকে মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), গণফোরাম থেকে অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মাওলানা সালাউদ্দিন।
উল্লেখ্য, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে একক কোনো প্রার্থী দেয়নি বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট। এই আসনটি উন্মুক্ত রেখে দেওয়া হয়েছে।এই আসনে বিএনপি থেকে মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) ও গনফোরাম থেকে এ্যাডভোকেট শান্তিপদ ঘোষ মনোনয়ন জমা দেন। দুই দলই নিজেদের অবস্থানে অনড় থাকায় আসনটি উন্মুক্ত রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। ফলে মৌলভীবাজার-৪ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) ও উদীয়মান সূর্য প্রতীক নিয়ে এ্যাডভোকেট শান্তিপদ ঘোষ নির্বাচন করবে ন৷ ।
এ আসনে মহাজোট থেকে আওয়ামী লীগের বর্তমান সাংসদ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ কে (নৌকা প্রতীক) মনোনয়ন দেওয়া হয়েছে।