ছয়ফুল আলম সাইফুলঃ মৌলভীবাজার-২ আসনে বিকল্পধারার প্রার্থী হিসেবে মহাজোটের নৌকা প্রতীকের চুড়ান্ত মনোনয়ন পেলেন এম এম শাহীন।
মহাজোট থেকে শরিক দলের মধ্যে আসন বন্টনে বিকল্প ধারা বাংলাদেশ তিনটা আসন পেয়েছে। লক্ষীপুর ৪,মুন্সিগঞ্জ ১,মৌলভিবাজার ২ এই আসন থেকে বিকল্পধারা বাংলাদেশের প্রার্থীরা মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
মুন্সীগঞ্জ-১ থেকে প্রেসিডিয়াম সদস্য ও যুক্তফ্রন্টের মুখপাত্র মাহী বদরুদ্দোজা চৌধুরী, লক্ষীপুর-৪ বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, মৌলভীবাজার-২ বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য এম এম শাহীন মহাজোটের প্রার্থী হিসেবে আজ মনোনীত হয়েছেন। নৌকা প্রতিকে নির্বাচন করবেন।
এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিকল্পধারা বা যুক্তফ্রন্টের জন্য নৌকা প্রতীকে তিনটির বেশি আসন দেয়া সম্ভব নয়। বাকিগুলো আসনে তারা নিজেদের প্রতীকে করতে পারবেন।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ে বিকল্পধারার ২৮ প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছিলো।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com