মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষা অর্জন করে ভাল মানুষ হতে চায়

- আপডেটের সময় : ১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯
- / ১৬২৭ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ মৌলভীবাজার মাতারকাপন গ্রামের শাহ মায়দুল ইসলাম মিদুল মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষা অর্জন করে একজন ভাল মানুষ হতে চায়।জানাগেছে, মৌলভীবাজার সদর উপজেলার ৭ নং চাঁদনীঘাট ইউনিয়নের মাতারকাপন গ্রামের প্রবাসী আবুহেনা শাহ মোঃ মোস্তফা কামাল ও মোছাঃ সাজনা আক্তারের ছেলে শাহ মায়দুল ইসলাম মিদুল এবারের এসএসসি পরীক্ষায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। সে ২০১৩ সালে ৫ম শ্রেনীতে দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মেধা তালিকায় সাধারন বৃত্তি পেয়ে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। সেখান থেকে ২০১৬ সালে ৮ম শ্রেনির জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ন হলে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ন হয়েছে।
সে ভবিষ্যতে আরও ভাল লেখাপড়া করে শিক্ষা অর্জন করে ডাক্তার হতে চায়। সে সকলের দোয়া কামনা করেছে।