আপডেট

x


মৌলভীবাজার মেয়র কাপ চ্যাম্পিয়ন ১০নং হাজীপুর এর এবিসি স্পোর্টস একাডেমি

বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ | ৯:১৬ অপরাহ্ণ | 37 বার

মৌলভীবাজার মেয়র কাপ চ্যাম্পিয়ন ১০নং হাজীপুর এর এবিসি স্পোর্টস একাডেমি

মৌলভীবাজার মেয়র কাপ এ চ্যাম্পিয়ন ১০নং হাজীপুর এর এবিসি স্পোর্টস একাডেমি

মৌলভীবাজার পৌরসভার আয়োজনে মেয়র কাপ সফলভাবে সম্পন্ন হয়েছে।
মৌলভীবাজার পৌরসভার আয়োজনে ৯ মার্চ সকাল দশটায় খেলা মৌলভীবাজার সরকারি বিদ্বিদ্যালয় মাটে অনুষ্ঠিত হয়।
টসে জিতে সোনালী কিডস ঢাকার দলীয় অধিনায়ক ব্যাট করতে আহবান জানান হাজীপুরের এবিসি একাডেমি অধিনায়ক কে।
সুযোগ পেয়েই কাজে লাগায় ১০নং হাজীপুর ইউনিয়নের ঠিম এবিসি একাডেমি।



তারা কুলাউড়ার হয়ে আরেকটি শিরোপা জয়লাভ করে।
আগত ১৫ টি দলকে পেছনে ফেলে মেয়র কাপের শিরোপা জিতলো কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের আব্দুল বারী চৌধুরী স্পোর্টস একাডেমি।

সোনালী কিডস ঢাকার দলীয় অধিনায়কের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে নির্ধারিত ২০ ওভারে এবিসি একাডেমি ১০নং হাজীপুরের বোর্ডে জমা হয় ২১৩ রান। দুই ওপেনার রাসেল এবং সুমন অর্ধ শত রান করেন। আর ফাইনালের জাতীয়দলের তারকা ক্রিকেটার এনামুল হক বিজয় ২৬ বলে ৩ টি করে চার এবং ছয়ে ৪২ রান করে আউট হোন।
জাতীয় দলের আবুল হাসান রাজু মাত্র ১০ বলে ২৯ রানের একটা ঝড়ো ইনিংস খেলেন।

২১৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ১৫ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১৩২ রান করে। এবিসি স্পোর্টস একাডেমি হাজীপুর ৮১ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে। দলের পক্ষে সাইদ সরকার ৩ ওভার বল করে ১১ রান দিয়ে ৪ উইকেট লাভ করেন।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com