আপডেট

x


মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সোমবার, ০৩ জুন ২০১৯ | ৪:২৩ পূর্বাহ্ণ | 677 বার

মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

খ ম জুলফিকারঃ মৌলভীবাজার থেকে:: মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের আয়োজনে “মাহে রমজান আত্মশুদ্ধির মাস” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ জুন) শহরের শাহ্ মোস্তফা সড়কস্থ সাদিয়া কমিউনিটি সেন্টারে জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সেফুল ও দপ্তর সম্পাদক বেলাল তালুকদার এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ সদর রাজনগর আসনের সাংসদ নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সাংসদ সৈয়দা জহুরা আলাউদ্দিন, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন, জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ শাহাব উদ্দিন, জেলা গণতান্ত্রিক পার্টির সভাপতি সিরাজ উদ্দিন বাদসা, জেলা নিরাপদ সড়ক চাই সভাপতি খিজির মুহাম্মদ জুলফিকার প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক, সমাজ সেবক সহ জেলা সাংবাদিক ফোরামের সর্বস্তরের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা সামছুল ইসলাম।
আলোচনায় সাংসদ নেছার আহমদ বলেন সাংবাদিকেরা জাতির বিবেক। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে সাংবাদিকেরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি আশা করবো এদ্বারা অব্যাহত থাকবে। বিশেষ অতিথি সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি বলেন ধর্মীয় অনুষ্ঠানে ধর্মী কথা বলা উচিত, রাজনৈতিক আলোচনা করা ঠিক হবেনা।



বিশেষ অতিথি গণতান্ত্রিক পার্টি সভাপতি সিরাজ উদ্দিন বাদসা বলেন ঈদ আমাদের মধ্যে সমাগত, কিন্ত কৃষকদের মুখে হাঁসি নেই। সাংবাদিকরা কৃষকের বন্ধু হয়ে কাজ করতে পারেন। বিশেষ অতিথির বক্তব্য নিসচা সভাপতি খিজির মুহাম্মদ জুলফিকার আসছে ঈদে সড়ক-কে নিরাপদ রাখতে সম্মানিত সাংবাদিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন আশাবাদ ব্যক্ত করেন। মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমঙ্গীর হোসেন আইন শৃঙ্খলা রক্ষা পুলিশের পাশাপাশি সাংবাদিকরা সহযোগিতা চান।

মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com