মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে রিজওয়ানার দ্বায়িত্ব গ্রহণ
- আপডেটের সময় : ০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭
- / ১৫৫১ টাইম ভিউ
মৌলভীবাজার জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তফাদার রিজওয়ানা ইয়াসমিন দ্বায়িত্বভার গ্রহন করেছেন । মঙ্গলবার ১৪ নভেম্বর থেকে তিনি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দ্বায়িত্বভার গ্রহন করেন।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, রিজওয়ানা কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার আংশিক সংরক্ষিত ৫নং ওয়ার্ড ও ১৩, ১৪, ১৫ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য এবং ১নং জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান। সোমবার মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান শারীরিক চিকিৎসাজনিত কারনে ভারত গেলে তফাদার রিজওয়ানা ইয়াসমিনের উপর এক সপ্তাহের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বভার দেয়া হয়।
তফাদার রিজওয়ানা ইয়াসমিন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাব্বির আহমেদ ভুইয়ার সহধর্মীনি। তিনি বর্তমানে কমলগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বদরুন্নাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।