ঢাকার ল্যাবে মৌলভীবাজার ও হবিগঞ্জের আরো ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমাঝে হবিগঞ্জের ১১ জন ও মৌলভীবাজারের ৮ জন। ঢাকার ল্যাব থেকে আসা রিপোর্টে তাদের আক্রান্তের বিষয়টি জানানো হয়।শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান। হবিগঞ্জ জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ২ জন, মাধবপুর ৫ জন, বাহুবল ২ জন, নবীগঞ্জে একজন এবং চুনারুঘাটে একজন। এদিকে, মৌলভীবাজার জেলায় আরও ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলার দুজন রয়েছেন। বাকীরা জুড়ী উপজেলার।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com