মৌলভীবাজার এসোসিয়েশন, টরন্টো, কানাডার অর্থায়নে কমলগঞ্জে ত্রান বিতরণ
- আপডেটের সময় : ১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০১৯
- / ৩৪৬ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ রহিমপুর ইউনিয়নের মুন্সীবাজারে মৌলভীবাজার এসোসিয়েশন টরন্টো কানাডার অর্থায়নে ও হাজীপুর সোসাইটি কুলাউড়ার সার্বিক তত্তাবধানে কানাডা থেকে প্রকাশিত জালালাবাদ বার্তার সহযোগিতায় রহিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ ৭২টি পরিবারের মধ্যে ত্রান বিতরণ করা হয়েছে।
আজ ২৯ আগষ্ট দুপুরে ১২টায় হাজীপুর সোসাইটির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের সভাপতিত্বে ও সোসাইটির সহ-সাধারণ সম্পাদক গাজী জাবের আহমদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ রফিকুল রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হাজীপুর সোসাইটি কুলাউড়ার প্রচার সম্পাদক সাংবাদিক ছয়ফুল আলম সাইফুল, রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাছিবুল হক বাবর, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাওন খান জসিম, রহিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক, রহিমপুর ৯নং ওয়াড আওয়ামীলীগের সভাপতি সামছুল মিয়া, সাংবাদিক আব্দুল বাছিত খাঁন, মোঃ আব্দুর রহমান বাবুসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।