মৌলভীবাজার প্রতিনিধি: করোনাকালীন এই দুর্যোগ মুহূর্তে আইন অমান্য করার দায়ে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের অধিনে জেলা জুড়ে পহেলা জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত মোট ৯১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। ৪১২ টি মামলায় জরিমানা করা হয়েছে ৯ লাখ ৮৭ হাজার ৪শ টাকা।
জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম রোববার এক প্রেসবিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫, মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক এন্ড ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ আইনে জেলার বড়লেখা উপজেলায় ১৬টি মামলায় ৬২ হাজার ২শ টাকা জরিমানা, জুড়ী উপজেলায় ৭৬ হাজার ৬শ, কুলাউড়ায় ৬৫ হাজার, রাজনগরে ৯১ হাজার ৮শ, শ্রীমঙ্গলে ৪ লাখ ২৭ হাজার ৮শ, কমলগঞ্জে ৬ হাজার শ্রীমঙ্গলে ৪লাখ ৫৪ হাজার ৮শ ও মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিইটিভ ম্যাজিস্ট্রেটের অধিনে পৃথক অভিযানে আরো ১ লাখ ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com