মৌলভীবাজারে সংবর্ধিত মুসলিম কমিউনিটি আহবায়ক শায়খ নূরে আলম হামিদী
- আপডেটের সময় : ০১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
- / ৩৯৫ টাইম ভিউ
ইসলাম ও মানবতার কল্যাণে নিবেদিত অরাজনৈতিক সেবামূলক সংগঠন মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর আহবায়ক মাওলানা শায়খ নূরে আলম হামিদী স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে ফুলেল শুভেচছা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৮ মার্চ) মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর গীর্জাপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে কমিউনিটি নেতৃবৃন্দ ফুলেল শুভেচছা প্রদান করেন।
জানা যায়, মাওলানা শায়খ নূরে আলম হামিদী মাহে রমজানের শেষ দশকে বরুনা মাদরাসার মসজিদে আবু বকরে ইতিকাফ এবং ১৮ রমজান মুসলিম কমিউনিটি মৌলভীবাজার’র ইফতার মাহফিলে অংশগ্রহণ করতে দেশে ফিরেন।
ফুলেল শুভেচছা প্রদানে উপস্থিত ছিলেন মুসলিম কমিউনিটি মৌলভীবাজার’র যুগ্ম আহবায়ক মাওলানা লুৎফর রহমান জাকারিয়া, ডা. শেখ হোসাইন হামিদী, মো. জিয়াউর রহমান, ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির প্রদান সমন্বয়ক জুবের আহমদ, কমিউনিটির সদস্য সচিব মাওলানা মাহদী হাসান কামাল, যুগ্ম সদস্য সচিব মাওলানা শাহ মিসবাহ, মাওলানা আহমদ জুবায়ের জুয়েল, মাওলানা নূহ বিন হোসাইন, সদস্য মাওলানা হাসান আহমদ চৌধুরী, মাওলানা আব্দুল বারী খোবায়েব, মাওলানা তাওহিদুল ইসলাম, মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা নুর উদ্দীন প্রমুখ।