মৌলভীবাজারে কমিউনিটি ভিত্তিক প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) এর উদ্দ্যেগে ও ইউনিসেফের আর্থিক সহযোগিতায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৭ অক্টোবর বৃহস্পতিবার দূপুরে মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়ন কমপ্লেক্স প্রাঙ্গনে মা সমাবেশে গর্ভবর্তী ‘মা’দের বিনামূল্যে রক্তের হিমোগ্লোবিন, গ্রুপ নির্নয়, সুগার পরীক্ষা ও এনএনসি পরীক্ষা সহ জরুরী ঔষধ সরবরাহ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। ইউপি চেয়ারম্যান সৈয়দ এনামুলহক রাজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ সাহজাহান কবির চৌধুরী, ইউএফপিও রাশেদুল হাসান, ইউনিসেফ প্রতিনিধি ডা. ফজলে এলাহী মির্জা, পিএইচডি এর জেলা সমন্বয়কারী মোকিম হোসেন। সমাবেশে ১৪০ জন মাকে বিনামূল্যে হিমোগ্লোবিন, সুগার পরিক্ষা ও রক্তের গ্রুপ নির্নয় ও এএনসি সেবা প্রদান করা হয়।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com