আপডেট

x


মৌলভীবাজারে মনু প্রকল্পের কাউয়াদিঘী হাওরে স্লুইচ গেইট নির্মানের দাবীতে মানববন্ধন

বুধবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ | ২:৩৩ অপরাহ্ণ | 619 বার

মৌলভীবাজারে মনু প্রকল্পের কাউয়াদিঘী হাওরে স্লুইচ গেইট নির্মানের দাবীতে মানববন্ধন

ছয়ফুল আলম সাইফুল, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার মনু প্রকল্পের কাউয়াদিঘী হাওরের গোয়ালিকারা খালের উপর স্লুইচ গেইট নির্মানের দাবীতে মানববন্ধন পালন করেছে এলাকাবাসী।
২৭ ফেব্রুয়ারী বুধবার দূপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে ইটা ইসলামী সমাজকল্যাণ সংস্থা আয়োজিত ঘন্টাব্যাপী মানব বন্ধন শেষে বক্তব্য রাখেন বকসী মিছবাহ উর রহমান, আ.স.ম সোহেল, খালেদ চৌধুরী, মনা মিয়া,অনল ঘোষ,কয়েছ খান,জুনেদ মেম্বার, মুতালিব মিয়াসহ অন্যান্যরা।
বক্তারা বলেন স্লুইচ গেইট স্থাপন হলে আখাইলকুড়া ও একাটুনা ইউনিয়নের প্রায় ১ হাজার একর কৃষি জমি বুরো ধান চাষাবাদের আওতায় আসবে। এতে করে প্রকল্পের ভেতর অতিরিক্ত ১৫ হাজার মেট্রিক টন ধান উৎপাদন হবে। এলাকার কৃষকদের জীবিকা নির্বাহে ও খাদ্যের উৎপাদন ভাড়াতে সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত বাস্তবায়নের দাবী জানান।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com