ছয়ফুল আলম সাইফুল, মৌলভীবাজার প্রতিনিধিঃ গত (০৫ ফেব্রুয়ারী) মঙ্গলবার মৌলভীবাজার জেলার প্রাণকেন্দ্র আইকন কোচিং সেন্টারে ১ম ব্যাচ সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২য ব্যাচ দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং ৪ঠা ফেব্রুয়ারী সোমবার কুলাউড়ায় রেলওয়ে রিক্রিয়েশন ক্লাবে দুপুর ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ডাইরেক্ট সেইলিং নেটওয়ার্ক কোম্পানি ওয়ার্ল্ড রেংকিং এ ৮৩ তম অবস্থানে এবং এশিয়া রেংকিং এ ১ম অবস্থানকারী ভেস্টিজ মার্কেটিং কোম্পানী লিঃ এর উদ্যোগে রাজু ভেস্টিজ গ্রুপের টিম লিডারদের নিয়ে দুই দিন ব্যাপি ভেস্টিজ লিডার ইমাম হাসানের সভাপত্বিতে ও রাজু ভেস্টিজ গ্রুপের প্রধান সাংবাদিক রেজাউল আম্বিয়া রাজুর সঞ্চালনায় ভেষ্টিজ প্রোডাক্ট ইনফরমেশন সেমিনার অনুষ্টিত হয়।
উক্ত অনুষ্টানে প্রধান আলোচক ও ট্রেইনার ছিলেন ভেস্টিজের ক্রাউন ডাইরেক্টর মারুত কুমার ঘোষ, বিশেষ আলোচক ছিলেন ব্রোঞ্জ ডাইরেক্টর আক্কাস আলী লস্কর, শুভেচ্ছা বক্তব্য রাখেন, ভেস্টিজ লিডার ইছহাক আলী রিপন, কুলাউড়া ও জুড়ি উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ পরিচালক আপেল মাহমুদ, কুলাউড়া রেলওয়ে রিক্রিয়েশন ক্লাবের সভাপতি হুমায়ুন রশিদ পাটোয়ারী, কুলাউড়া রেলওয়ে শ্রমিক লীগের সম্পাদক আব্দুর রহিম, উপস্থিত ছিলেন সাংবাদিক মুকিত ইমরাজ, ছয়ফুল আলম সাাইফুল, এইচডি রুবেল, ভেস্টিজ লিডার আমিনুল ইসলাম রিয়াদ, মুছলেহ উদ্দিন, ডাঃ রুবিনা বেগম, আরাফাত আহমদ, মৌলভীবাজার জেলার জয়িতা রুমানা আক্তার রুবি, তাহমিনা আক্তার ইমা, সামছু উদ্দিন বাবু, শিউলি বদ্য প্রমুখ। ভেষ্টিজ সম্পর্কে বিস্তারিত জানতে এবং ফ্রি জয়েনিং করতে ফোন করতে পারেন রাজু – ০১৭১২৫৭০৫১৪ মুছলেহ- ০১৭৩৯১৭৪৭৯২ রিয়াদ – ০১৭২২০৮৯৭৭৭ এই নাম্বারে।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com