মৌলভীবাজারে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেটের সময় : ১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৯
- / ১৫৭২ টাইম ভিউ
ছয়ফুল আলম সাইফুল, মৌলভীবাজার প্রতিনিধিঃ ইশারা ভাষা,সকলের অধিকার এই প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজারে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা মধ্যে দিয়ে বাংলা ইশারা ভাষা দিবস পালিত করেছে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর মৌলভীবাজার। ৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আশরাফুর রহমান এর সভাপতিত্বে এবং রাজনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন দেবনাথের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: তোফায়েল আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মো: আজিজুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আদিল মোত্তাকিম। বক্তব্য রাখেন শিক্ষার্থী হায়দর আলী, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, শিশু চিকিতসক ডা: এ,কে,এম জিল্লুল হক, অবসরপ্রাপ্ত জেলা হিসাব কর্মকর্তা আজির উদ্দিনসহ অন্যান্যরা