মৌলভীবাজারে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে শহরের চিহ্নিত ও শীর্ষ মাদক ব্যাবসায়ী মুহিবুর রহমান জিতু নিহত হয়েছে। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মুমিন উল্লাহ সহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। শনিবার ২৭ এপ্রিল দুপুর ১ টার দিকে এই ‘বন্দুক যুদ্ধে’র ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ ইয়াবা ও অস্ত্র উদ্ধার করেছে।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক জানান, গোপন সংবাদে ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শহরতলীর রায়শ্রী এলাকার একটি পরিত্যাক্ত বাড়িতে মাদক বেচা-কেনা হচ্ছে এমন খবরে ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ করে জিতু ও সহযোগী শিপন গুলি করে। এ সময় ডিবি পুলিশ পাল্টা গুলি করলে জিতু আহত হয়। আহত মাদক ব্যাবসায়ীকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ সময় ঘটনাস্থল থেকে সহযোগী শিপন পালিয়ে যায়।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com