ঢাকা , বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
কুলাউড়া বিএনপির দীর্ঘ যুগ পর কোন্দলের অবসান। ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার আবু জাহেলদের ব্যার্থ গুপ্ত হত্যা পরিকল্পনার মধ্যে দিয়েই যেভাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরত জীবনের শুরু হয় তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা’র লিফলেট বিতরন করলো পর্তুগাল সেচ্চাসেবক দল ইতালির তরিনোতে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্রাম্মণবাড়ীয়া জেলা সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতা নিয়ে ঝুঁকি তৈরি হলে আমরা সারা দুনিয়া জ্বালিয়ে দেব,মিলানের সেমিনারে বললেন পিনাকী ভট্রাচার্য পর্তুগাল জাসাস’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতেবিভিন্ন চক্রান্তে লিপ্ত আ’লীগ গ্রিন সিলেট ট্রাভেলসের আয়োজনে বাংলাদেশে পর্তুগাল দূতাবাস/কনসুলেট চেয়ে খোলা চিঠি স্বৈরাচার সরকার পতনের পর যুক্তরাজ্যে ফিরছেন সিলেট আওয়ামী লীগ নেতারা বিএনপি পর্তুগাল শাখার উদ্যোগে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত! বন্যার্ত মানুষের ত্রান তহবিলের জন্যে ৬ লাখ পঞ্চাশ হাজার টাকা ঘোষণা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া মাঠে বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের কবুতর দৌড় প্রতিযোগিতার ফাইনাল অনুষ্টিত

ছয়ফুল আলম সাইফুলঃ
  • আপডেটের সময় : ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
  • / ১২৩৬ টাইম ভিউ

ছয়ফুল আলম সাইফুলঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া মাঠে বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের কবুত দৌড় প্রতিযোগিতার ফাইনাল অনুষ্টিত হয়েছে।

বড়লেখা উপজেলা থেকে বাক্সবন্দী করে শ্রীমঙ্গলে আনা হয়েছে ৫৫টি কবুতর। প্রায় ৬৫ কিলোমিটার দূর থেকে বাক্সবন্দী এসব কবুতর ছেড়ে দেওয়া হলো মুক্ত আকাশে। সেখানে তাদের মালিকেরা অপেক্ষায় আছেন, কখন কবুতরগুলো ফিরবে। যাঁর কবুতরগুলো আগে পৌঁছাবে তিনিই বিজয়ী।

আজ ২১ অক্টোবর শনিবার সকাল ১০টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া মাঠে কবুতরের দৌড় প্রতিযোগিতার ফাইনালে ৫৫টি কবুতর  ছেড়ে দেওয়া হলো মুক্ত আকাশে ছাড়া পেয়ে আকাশে বেশ কয়েকবার ঘূর্ণিপাক খেয়ে কবুতরগুলো দল বেঁধে ও দলের বাইরে রওনা দেয় বড়লেখার উদ্দেশে।

আবহাওয়া খারাপ থাকায় ১১.১০ মিনিটের সময় (১ঘন্টা ১০ মিনিটে) প্রথম দেলওয়ার হোসেনের কবুতর এবং পর্যাক্রমে ২য় স্থানে আব্দুল আহাদ এবং তৃতীয় স্থানে মোনায়েম খাঁন মুন্নার কবুতরটি পৌছাতে সক্ষম হয়। খেলার নিয়ম অনুযায়ী বিকাল সাড়ে চারটার মধ্যেই ৫১টি কবুতর পৌছালে ৪টি কবুতর সঠিক সময়ে পৌছাতে পারেনি।

প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে উপস্থিত ছিলেন বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের উপদেষ্টা মো. বদরুল ইসলাম, উপদেষ্টা জাকির মোহাম্মদ ও বড়লেখা পিজিয়ন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাবেদ আহমদ। তাঁরা তিনজন এই প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করছেন।

বিচারক ছাড়াও ফাইনাল রাউন্ডে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রেসিং পিজিয়ন ক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক নাইম আহমেদ, সাংগঠনিক আজহারুল ইসলাম প্রমুখ। ফাইনাল রাউন্ডে কামরুল ইসলাম, দেলোয়ার হোসেন, মাসুম আহমদ, আবদুল আহাদ, ইউনুস আহমেদ ও মোনায়েম খান মুন্নার ৫৫টি কবুতর অংশ নেয়।কবুতরগুলোর পায়ে একটি নম্বর দেওয়া আছে। সেটা দেখেই ঠিক করা হবে বিজয়ী।

এই প্রতিযোগিতার বিচারক মো. বদরুল ইসলাম বলেন, ইতিপূর্বে বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের উদ্যোগে গত ১১ নভেম্বর এই কবুতর দৌড় প্রতিযোগিতা শুরু হয় প্রথমে ৫কিঃমিঃ কাঠালতলি, ২৪ নভেম্বর ১০ কিঃমিঃ হাতলিয়া,২৭ নভেম্বর ১৫ কিঃমি জুড়ি, ১ডিসেম্বর ২০কিঃমিঃ বুয়াই বাজার, ৪ডিসেম্বর ২৫কিঃমিঃ উত্তর কুলাউড়া, ৭ডিসেম্বর ৩০কিঃমিঃ ব্রাম্মনবাজার, ১২ ডিসেম্বর ৪০ কিঃমিঃ কটারকোনা,১৬ ডিসেম্বর ৫০ কিঃমি কমলগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় মঠে অষ্টম মহড়া অনুষ্টিত হয়। এরপর বিভিন্ন রাউন্ড ঘুরে আজ ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় অনেক কবুতরপ্রেমী অংশ নিয়েছেন।

বদরুল বলেন, ‘প্রতিযোগিতাটি মূলত শখের বশে করা। আমাদের এই প্রতিযোগিতা থেকে তরুণেরা কবুতর পালনে উৎসাহিত হবে। এতে করে লেখাপড়ার পাশাপাশি তরুণেরা কবুতর লালন-পালন করে সেগুলো বিক্রি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বীও হতে পারে। এসব কাজের সঙ্গে মিশে থাকলে মাদক থেকে তাঁরা দূরে থাকবে বলে আমরা মনে করি।

 

 

 

পোস্ট শেয়ার করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া মাঠে বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের কবুতর দৌড় প্রতিযোগিতার ফাইনাল অনুষ্টিত

আপডেটের সময় : ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯

ছয়ফুল আলম সাইফুলঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া মাঠে বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের কবুত দৌড় প্রতিযোগিতার ফাইনাল অনুষ্টিত হয়েছে।

বড়লেখা উপজেলা থেকে বাক্সবন্দী করে শ্রীমঙ্গলে আনা হয়েছে ৫৫টি কবুতর। প্রায় ৬৫ কিলোমিটার দূর থেকে বাক্সবন্দী এসব কবুতর ছেড়ে দেওয়া হলো মুক্ত আকাশে। সেখানে তাদের মালিকেরা অপেক্ষায় আছেন, কখন কবুতরগুলো ফিরবে। যাঁর কবুতরগুলো আগে পৌঁছাবে তিনিই বিজয়ী।

আজ ২১ অক্টোবর শনিবার সকাল ১০টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া মাঠে কবুতরের দৌড় প্রতিযোগিতার ফাইনালে ৫৫টি কবুতর  ছেড়ে দেওয়া হলো মুক্ত আকাশে ছাড়া পেয়ে আকাশে বেশ কয়েকবার ঘূর্ণিপাক খেয়ে কবুতরগুলো দল বেঁধে ও দলের বাইরে রওনা দেয় বড়লেখার উদ্দেশে।

আবহাওয়া খারাপ থাকায় ১১.১০ মিনিটের সময় (১ঘন্টা ১০ মিনিটে) প্রথম দেলওয়ার হোসেনের কবুতর এবং পর্যাক্রমে ২য় স্থানে আব্দুল আহাদ এবং তৃতীয় স্থানে মোনায়েম খাঁন মুন্নার কবুতরটি পৌছাতে সক্ষম হয়। খেলার নিয়ম অনুযায়ী বিকাল সাড়ে চারটার মধ্যেই ৫১টি কবুতর পৌছালে ৪টি কবুতর সঠিক সময়ে পৌছাতে পারেনি।

প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে উপস্থিত ছিলেন বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের উপদেষ্টা মো. বদরুল ইসলাম, উপদেষ্টা জাকির মোহাম্মদ ও বড়লেখা পিজিয়ন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাবেদ আহমদ। তাঁরা তিনজন এই প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করছেন।

বিচারক ছাড়াও ফাইনাল রাউন্ডে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রেসিং পিজিয়ন ক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক নাইম আহমেদ, সাংগঠনিক আজহারুল ইসলাম প্রমুখ। ফাইনাল রাউন্ডে কামরুল ইসলাম, দেলোয়ার হোসেন, মাসুম আহমদ, আবদুল আহাদ, ইউনুস আহমেদ ও মোনায়েম খান মুন্নার ৫৫টি কবুতর অংশ নেয়।কবুতরগুলোর পায়ে একটি নম্বর দেওয়া আছে। সেটা দেখেই ঠিক করা হবে বিজয়ী।

এই প্রতিযোগিতার বিচারক মো. বদরুল ইসলাম বলেন, ইতিপূর্বে বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের উদ্যোগে গত ১১ নভেম্বর এই কবুতর দৌড় প্রতিযোগিতা শুরু হয় প্রথমে ৫কিঃমিঃ কাঠালতলি, ২৪ নভেম্বর ১০ কিঃমিঃ হাতলিয়া,২৭ নভেম্বর ১৫ কিঃমি জুড়ি, ১ডিসেম্বর ২০কিঃমিঃ বুয়াই বাজার, ৪ডিসেম্বর ২৫কিঃমিঃ উত্তর কুলাউড়া, ৭ডিসেম্বর ৩০কিঃমিঃ ব্রাম্মনবাজার, ১২ ডিসেম্বর ৪০ কিঃমিঃ কটারকোনা,১৬ ডিসেম্বর ৫০ কিঃমি কমলগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় মঠে অষ্টম মহড়া অনুষ্টিত হয়। এরপর বিভিন্ন রাউন্ড ঘুরে আজ ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় অনেক কবুতরপ্রেমী অংশ নিয়েছেন।

বদরুল বলেন, ‘প্রতিযোগিতাটি মূলত শখের বশে করা। আমাদের এই প্রতিযোগিতা থেকে তরুণেরা কবুতর পালনে উৎসাহিত হবে। এতে করে লেখাপড়ার পাশাপাশি তরুণেরা কবুতর লালন-পালন করে সেগুলো বিক্রি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বীও হতে পারে। এসব কাজের সঙ্গে মিশে থাকলে মাদক থেকে তাঁরা দূরে থাকবে বলে আমরা মনে করি।