মৌলভীবাজারের বড়লেখায় ৫ চা শ্রমিক খুন
- আপডেটের সময় : ০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০
- / ৬৬৯ টাইম ভিউ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাতল চা বাগানে স্ত্রী,শাশুড়ি ও দুই প্রতিবেশীকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন নির্মল নামে এক ব্যক্তি। নির্মল পারিবারিক কলহের জের ধরে তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়
পাল্লাতল চা বাগানের টিলায় পাশাপাশি ২টি ঘরে বসবাস করতেন চা শ্রমিক নির্মল ও প্রতিবেশী বসন্ত পরিবার নিয়ে। ১৯ জানুয়ারী রোববার ভোর সাড়ে ৫টার দিকে নির্মল ও তার স্ত্রী জলি বুনার্জির মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে জলিকে মারধর করতে থাকলে জলি দৌড়ে প্রতিবেশী বসন্তের ঘরের সামনে গিয়ে চিৎকার করে। এ এময় নির্মল ক্ষিপ্ত হয়ে স্ত্রী ও শাশুরী লক্ষীকে ধারালো অস্ত্র দিয়ে কুপাতে থাকে। চিৎকার শুনে বসন্ত ঘর থেকে বের হয়ে ঝগরা থামাতে চাইলে তাকে ও তার মেয়ে শিউলিকে কুপাতে থাকে নির্মল। এসময় ধারালো অস্ত্র আঘাতে ৪ জন নিহত হন। এ ৪ জনের মৃত্যু হলে নির্মল বসন্তের ঘরে গিয়ে আত্মহত্যা করে বলে এলাকা বাসি ও পুলিশ জানায়। এ ঘটনায় বসন্তের স্ত্রী শুরুত্বও আহত হন।
পুলিশ ও বাগান কর্তৃপক্ষ জানায়, নির্মল জলিকে বিয়ে করে প্রায় ১ বছর পূর্ব থেকে শাশুড়ি ও স্ত্রী নিয়ে এ ঘরে থাকতো। নির্মল মাদকাসক্ত ছিল। নির্মলের শশুর বেশ কিছুিদন থেকে এ ঘরে থাকতেননা। পুলিশের বিভিন্ন বিভাগ তদন্ত কাজ করছে। প্রাথমিক ভাবে নির্মল এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে।
নিহত সবাই চা শ্রমিক ছিলেন। চাঞ্চল্যকর এ হত্যা কান্ডের ঘটনায় পর চা বাগান সহ পূরো জেলা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।