জুড়ী প্রতিনিধি : জুড়ীতে শনিবার বিকেলে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জুড়ী বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুড়ী কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি এআর সাজেদের কর্মী নিজু আহমদকে শনিবার বিকেলে বিনা কারণে মারধর করে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন সাবেলের কর্মীরা। এরপর এআর সাজেদ তার কর্মীদের নিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন সাবেলের ওপর হামলা চালায়। এ নিয়ে দুই জুড়ীতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ মধ্যে উত্তেজনা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। জুড়ী বাজারে থমথমে অবস্থা বিরাজ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ক্যাম্প চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্ধ্যার পর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন সাবেল এবং সাধারণ সম্পাদক ইকবাল ভূইয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে তাদের নেতাকর্মী ও সমর্থকরা।
জুড়ী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এআর সাজেদ জানান, উদ্দেশ্য প্রণোদিত হয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক তাদের বাহিনী নিয়ে আমাদের উপর হামলা চালিয়েছে। এ ব্যাপারে জানতে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন সাবেল এবং সাধারণ সম্পাদক ইকবাল ভূইয়ার সাথে যোগাযোগ করলে তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। জুড়ী থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com