আপডেট

x


মৌলভীবাজারের কুলাউড়ায় ৬০ টিমের ক্রিকেট লীগ উদ্বোধন

রবিবার, ০৭ জানুয়ারি ২০১৮ | ৫:৩৩ অপরাহ্ণ | 1485 বার

মৌলভীবাজারের কুলাউড়ায় ৬০ টিমের ক্রিকেট লীগ উদ্বোধন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৬০ টিমের অংশগ্রহণে  রোববার ০৭ জানুয়ারি প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন হয়েছে। কুলাউড়া নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বৃহৎ এই লীগের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জেলা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন এমপি। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আবু ইউসুফ, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক রাধেশ্যাম রায় চন্দন ও এনামুল ইসলাম এনাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।



কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও ন্যাশনাল স্পোর্টসের সহযোগিতায় অনুষ্ঠিত এই লীগে ৬০ টি টিম অংশ নিচ্ছে। প্রথম রাউন্ডের খেলা লীগ পদ্ধতিতে হবে, ২০ গ্রুপ থেকে ৪০টি দল ২য় রাউন্ডে যাবে। ২য় রাউন্ড থেকে নকআউট পদ্ধতিতে খেলা চলবে। প্রতিটি ম্যাচ ১৬ ওভারের হবে। উদ্বোধনী খেলায় গতবারের চ্যাম্পিয়ন সোনার বাংলা যুব সংস্থাকে হারিয়ে অঘটন ঘটায় ওয়ান্ডার্স ক্লাব ভুকশিমইল।

এদিকে আগামী ১০ জানুয়ারী থেকে মাঠে গড়াচ্ছে সিপিএ ক্রিকেট লীগ। এ মৌসুমের খেলাকে সামনে রেখে কুলাউড়ার গাজীপুর চা বাগান মাঠের প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে। ১৬ দল নিয়ে লীগ পদ্ধতিতে চারটি গ্রুপে বিভক্ত হয়ে এ টুর্ণামেন্টের খেলা চলবে।#

মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com