আপডেট

x


মোটরযানের ফিটনেস নবায়ন করতে হবে ৩০ জুনের মধ্যে

শুক্রবার, ১৯ জুন ২০২০ | ৯:৩৪ অপরাহ্ণ | 182 বার

মোটরযানের ফিটনেস নবায়ন করতে হবে  ৩০ জুনের মধ্যে

দেশদিগন্ত ডেস্ক: ১০ বছর বা তার বেশি সময় ধরে যেসব মোটরযানের ফিটনেস নেই আগামী ৩০ জুনের মধ্যে সেসব যানবাহনের ফিটনেস নবায়ন করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তা নাহলে রেজিস্ট্রেশন বাতিল করা হবে। শুক্রবার (১৯ জুন) বিআরটিএর ফেইসবুক পেইজে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। সম্প্রতি বিআরটিএ এ বিজ্ঞপ্তি জারি করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ২৫ ধারা মোতাবেক বিআরটিএ থেকে মোটরযানের ফিটনেস সার্টিফিকেট গ্রহণের আবশ্যকতা থাকা সত্ত্বেও বিআরটিএর ডাটাবেজ পর্যালোচনায় দেখা যায় যে, ১০ বছরের অধিককাল ধরে উল্লেখযোগ্য সংখ্যক মোটরযানের ফিটনেস নবায়ন করা হয়নি।



তাই এসব মোটরযানের মালিকদের চলতি মাসের ৩০ তারিখের মধ্যে তাদের স্ব স্ব মোটরযানের ফিটনেস নবায়নের জন্য অনুরোধ করা হচ্ছে। অন্যথায়, আগামী ১ জুলাইয়ের পর ১০ বছরের অধিককালের ফিটনেসবিহীন মোটরযান ধ্বংসপ্রাপ্ত বা চিরতরে ব্যবহারের অযোগ্য হিসেবে বিবেচনা করে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ২৪ ধারা মোতাবেক সংশ্লিষ্ট মোটরযানের রেজিস্ট্রেশন বাতিল করা হবে।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com