মায়ের স্মৃতিতে সুশান্ত চিঠিতে লিখেন, যতদিন তুমি ছিলে ততদিন আমিও ছিলাম। শুধু তোমার স্মৃতিতে বেঁচে থাকি আমি। ছায়ার মতো যেন এখানেই সময় স্থিতিশীল। এ স্মৃতিটুকু সুন্দর ও চিরকালীন।
গত ৩ জুন নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে ছবিসহ মাকে নিয়ে স্মৃতিচারণমূলক পোস্ট করেন সুশান্ত। তার মৃত্যুর পর সেই পোস্টটি ভাইরাল হয়।
সেই পোস্টে সুশান্ত লিখেন, ধূসর অতীত শুকিয়ে দিয়েছে চোখের পানি। একদিকে অপূর্ণ স্বপ্ন আর অন্যদিকে মুখের কোণে একটু হাসি, এ দুইয়ের মাঝেই বুঝতে গিয়ে কেটে যাচ্ছে ক্ষণস্থায়ী এ জীবন।#
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com