আপডেট

x


মৃত্যুর আগে মাকে নিয়ে লেখা সুশান্তের আবেগঘন চিঠি

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০ | ৬:২৪ অপরাহ্ণ | 402 বার

মৃত্যুর আগে মাকে নিয়ে লেখা সুশান্তের আবেগঘন চিঠি
সদ্য প্রয়াত সুশান্ত সিং রাজপুত ও তার লেখা চিরকুট

বলিউডের প্রথম সারির অভিনেতা হওয়ার দৌড়ে থাকা সুশান্ত সিং রাজপুত আচমকা ১৪ জুন আত্মহনন করেন। তার মৃত্যুর পর বেরিয়ে আসছে নানা ঘটনা ও পৃথিবী ছাড়ার নানা ইঙ্গিত। একে একে ভক্তদের সামনে আসছে প্রিয় অভিনেতার কষ্ট, আবেগ, ইচ্ছা ও বেদনা। এবার মায়ের স্মৃতিতে লেখা সুশান্তের একটি আবেগঘন চিঠি ভাইরাল হয়েছে।

মায়ের স্মৃতিতে সুশান্ত চিঠিতে লিখেন, যতদিন তুমি ছিলে ততদিন আমিও ছিলাম। শুধু তোমার স্মৃতিতে বেঁচে থাকি আমি। ছায়ার মতো যেন এখানেই সময় স্থিতিশীল। এ স্মৃতিটুকু সুন্দর ও চিরকালীন।

গত ৩ জুন নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে ছবিসহ মাকে নিয়ে স্মৃতিচারণমূলক পোস্ট করেন সুশান্ত। তার মৃত্যুর পর সেই পোস্টটি ভাইরাল হয়।



সেই পোস্টে সুশান্ত লিখেন, ধূসর অতীত শুকিয়ে দিয়েছে চোখের পানি। একদিকে অপূর্ণ স্বপ্ন আর অন্যদিকে মুখের কোণে একটু হাসি, এ দুইয়ের মাঝেই বুঝতে গিয়ে কেটে যাচ্ছে ক্ষণস্থায়ী এ জীবন।#

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com