মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর কমিটি গঠন
- আপডেটের সময় : ০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
- / ৩৯২ টাইম ভিউ
ইসলাম ও মানবতার কল্যাণে নিবেদিত অরাজনৈতিক সেবামূলক সংগঠন মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর কমিটি গঠন করা হয়। ৪ মে শনিবার মৌলভীবাজার শহরস্থ বড়কাপনে মুসলিম কমিউনিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি আহবায়ক মাওলানা শায়খ নূরে আলম হামিদীর সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা মাহদী হাসান কামাল এর সঞ্চালনায় সভার শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন কমিউনিটি সদস্য হাফেজ নূর উদ্দীন জসিম, স্বাগত বক্তব্য রাখেন কমিউনিটি যুগ্ম আহবায়ক মাওলানা লুৎফর রহমান জাকারিয়া।
সাধারণ সভায় উপস্থিত সকল সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে মাওলানা শায়খ নুূরে আলম হামিদীকে সভাপতি,মাওলানা লুৎফর রহমান জাকারিয়াকে সাধারণ সম্পাদক ও ডা. শেখ হোসাইন আহমদ হামিদীকে সাংগঠনিক সম্পাদক করে ৬৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।