আপডেট

x


মুশফিকের প্রথম, বাংলাদেশের পঞ্চম বিশ্বকাপ সেঞ্চুরি

শুক্রবার, ২১ জুন ২০১৯ | ১২:০৮ পূর্বাহ্ণ | 631 বার

মুশফিকের প্রথম, বাংলাদেশের পঞ্চম বিশ্বকাপ সেঞ্চুরি

বিশ্বকাপে নিজেদের প্রথম চার আসরে কোনো সেঞ্চুরির দেখা পায়নি বাংলাদেশ। গত আসরে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে খাতা খোলে টাইগাররা। এবার সবকিছুকে ছাপিয়ে যাচ্ছে লাল-সবুজরা। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। চলতি বিশ্বকাপে এটি বাংলাদেশের তৃতীয় সেঞ্চুরি, সবমিলিয়ে পঞ্চম, আর মুশফিকের প্রথম।

নটিংহ্যামে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ৩৮১ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। সেই পাহাড়ের নিচে চাপা না পড়ে বুক চিতিয়ে লড়াই করেছে বাংলাদেশ। অসাধারণ লড়াইয়ের পথে সেঞ্চুরি তুলে নেন মুশফিক। যদিও ম্যাচটি ৪৮ রানে হেরে যায় টাইগাররা। নির্ধারিত ৫০ ওভারে ৩৩৩ রানে আটকে যাওয়া বাংলাদেশ। যেটি ওয়ানডেতে টাইগারদের সর্বোচ্চ সংগ্রহ।



বিশ্বকাপের দ্বাদশ আসরে সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে দুটি সেঞ্চুরি করেছেন। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি করেন তিনি। মুশি এদিন তিনঅঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করায় চলতি বিশ্বকাপে টানা তিন ম্যাচে সেঞ্চুরির দেখা পেল বাংলাদেশ। গত আসরে মাহমুদউল্লাহ টানা দুই ম্যাচে শতক তুলে নিয়েছিলেন।

দুর্দান্ত সেঞ্চুরির পথে পঞ্চম উইকেটে মাহমুউল্লাহ রিয়াদকে নিয়ে ৯৭ বলে ১২৭ রানের অনবদ্য জুটি গড়েছেন মুশফিক। মাহমুদউল্লাহ, সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ পরপর আউট হওয়ার পর নিজের শতক পূর্ণ করেন তিনি।

মিচেল স্টার্কের করা ৪৯তম ওভারের শেষ বলটি কভারে ঠেলে দিয়ে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক। ৯৫ বলে ৯টি চার ও একটি ছক্কার সাহায্যে বিশ্বকাপে নিজের প্রথম এবং ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরিটি তুলে নেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১০২ রানে।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com