আপডেট

x


মুফতি জিহাদীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবীতে কুলাউড়ার রবিরবাজারে মানববন্ধন

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০ | ৩:৩৫ অপরাহ্ণ | 183 বার

মুফতি জিহাদীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবীতে কুলাউড়ার রবিরবাজারে মানববন্ধন
ফেসবুকে একটি মন্তব্য করার অভিযোগে আটক আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সচিব, ফতুল্লার ভূঁইঘর মাহমুদপুর আবতাহী মুজাদ্দেদিয়া সুন্নিয়া মাদরাসা ও এতিমখানার পরিচালক মুফতি আলাউদ্দিন জিহাদীকে মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবীতে রবিরবাজারে মানববন্ধন করেছেনআহলে সুন্নাত ওয়াল জামাত রবিরবাজার আঞ্চলিক কমিটি।
গতকাল রবিরবাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশ্ব জাকের মঞ্জিল  রবিরবাজার আঞ্চলিক কমিটির কর্মি প্রধান হাজী আব্দুল মুহাইমিন।
রাসেল  আহমদ চৌধুরীর পরিচালনায় উক্ত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মুহিত হাসানী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশ্ব জাকের মঞ্জিল মৌলভীবাজার শাখার কর্মি প্রধান মাওলানা সোহরাব হোসেন।
এসময় আরো বক্তব্য দেন হাফেজ নওয়াব আলী, মো. ইউসুফ আলী, নানু মিয়া, ইসরাইল আলী, রবিরবাজার গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক মাসুক আহমদ, মো. মাউলা মিয়া, রুবেল আহমদ, সমুজ আলী, হাসান আহমদ,শেখ নুরুল ইসলাম, মাও. চান্দ আহমদ আল- কাদরী, হুমায়ুন আহমদ, জুয়েল আহমদ, ছালিক আহমদ, হাফেজ আবুল কাসেম প্রমুখ।
বক্ত্যরা গত শনিবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার মুফতি আলাউদ্দিন জিহাদীকে মুক্তি এবং মামলা প্রত্যাহারের করার দাবী জানান সরকারের কাছে।#

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com