মির্জা ফখরুলের গাড়ী বহরে আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে কুয়েত বিএনপি’র প্রতিবাদ
- আপডেটের সময় : ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০১৭
- / ১৫৪৯ টাইম ভিউ
বি এন পি’র মহাসচিবের গাড়ীবহরে হামলার প্রতিবাদে কুয়েত বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভা করা হয়। রোববার রাত ৯ টায় কুয়েত সিটিস্হ রাজধানী হোটেলে কুয়েত বি এন পি’র সভাপতি প্রকৌশলী আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্মসম্পাদক আক্তারুজ্জামান এর পরিচালনায় বক্তব্য রাখেন কুয়েত বি এন পি’র সাধারন সম্পাদক কাজী মন্জুরুল আলম ও আল আমিন চৌধুরী স্বপ্ন. মঈন উদ্দিন. কামরুল হাসান বাবুল. আব্দুল কাদের.আল আমিন. মনির হোসেন .আনসারী আহমেদ. মহানগর বি এন পি’র সভাপতি মোস্তফা আহমেদ প্রমূখ । ফখরুলের ওপর হামলার প্রতিবাদ সভায় বক্তারা বলেন, এই হামলা গণতন্ত্রের প্রতি অশনি সংকেত। বিরোধী দলের নেতারা যাতে পার্বত্য জেলায় পাহাড় ধসে সরকারের ব্যর্থতা সরজমিনে না দেখতে পারে, সেজন্য বিএনপি মহাসচিবসহ নেতৃবৃন্দের ওপর এই জঘন্যতম হামলা চালানো হয়েছে। রাঙ্গামাটি যাওয়ার পথে সজ্জন রাজনীতিবিদ ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গণতন্ত্রমনা রাজনীতিবিদ আমির খসরু মাহমুদের উপর এই বর্বরোচিত হামলার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। গনতন্ত্রের শিষ্টাচার বিবর্জিত এই রকম আচরণ.অগণতান্ত্রিক শক্তি এর আগের কোনো সরকার বা নেতা করে নি ,তা শুধু মাত্র হাসিনা এবং হাসিনার সরকারের আমলেই করেছে এবং হচ্ছে । আমাদের মনে রাখতে হবে কোন ফ্যাসিবাদী শাষনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এদেশের জনগণ মুক্তিযুদ্ধ করে নাই। কাজেই যারাই এ ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবী জানাচ্ছি।