আপডেট

x


মিনার চৌধুরীর পৃষ্টপোষকতায় কুলাউড়া একাডেমীর ফাইনালে চ্যাম্পিয়ন কুলাউড়া !

বুধবার, ১১ মার্চ ২০২০ | ৮:৪৭ অপরাহ্ণ | 309 বার

মিনার চৌধুরীর পৃষ্টপোষকতায় কুলাউড়া একাডেমীর ফাইনালে চ্যাম্পিয়ন কুলাউড়া !

ইষ্ট কোষ্ট গ্রুপ কুলাউড়া ক্রিকেট একাডেমীর উদ্যোগে ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক,ইষ্ট কোষ্ট গ্রুপ কুলাউড়া একাডেমীর পরিচালক দক্ষিন আফ্রিকা প্রবাসী মিনার চৌধুরীর পৃষ্ট পোষকতায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে কুলাউড়া ক্রিকেট একাডেমী। ১১ মার্চ বুধবার সকালে জয়চন্ডী ইউনিয়নের আছুরীঘাট ক্রীকেট পার্ক মিটুপুর মাঠে অনুষ্টিত হয়। ফাইনাল খেলায় ইষ্ট কোষ্ট গ্রুপ কুলাউড়া ক্রিকেট একাডেমী প্রথমে ব্যাট করে নির্ধারিত ৩৫ ওভারে সবকটি ইউকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে রায়হান সর্ব্বোচ্ছ ৪৮ ও তানিম ২১ রান করেন। জবাবে জুড়ি ক্রিকেট একাডেমি ৩২ ওভার ২ বলে ১৫১ রান করে অল আউট হয়ে যায়। ফলে ২১ রানে জয়লাভ করে কুলাউড়া ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হোন কুলাউড়া একাডেমীর রায়হান ও
ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হোন রিপন আহমেদ। খেলা শেষে পুরুস্কার বিতরণী অনুষ্টানে উপস্থিত ছিলেন, জয়চন্ডী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ। ইটালি প্রবাসী ক্রীড়া সংগঠক মুহিতুর রহমান রাজু।রাজনীতিবিদ ইমরান আহমেদ।মাসুদ হোসেন।ইষ্ট কোষ্ট গ্রুপ কুলাউড়া একাডেমীর প্রশিক্ষক ও কুলাউড়া ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাফি আহমেদ তানিম সহ একাডেমীর বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।
উল্লেখ্য ৪টি উপজেলার মোট ৬টি ক্রিকেট একাডেমী দলের অংশগ্রহণে এই টুনামেন্টের উদ্বোধন হয়েছিলো গত ১ মার্চ।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com