মাহি ও তার স্ত্রীকে ২৫ আগস্ট জিজ্ঞাসাবাদের নতুন দিন ধার্য দুদকের
- আপডেটের সময় : ০১:২১ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০১৯
- / ৩৭৮ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হকের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধানে আগামী ২৫ আগস্ট তাদের জিজ্ঞাসাবাদের জন্য নতুন দিন ধার্য করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত রবিবার তাদের সময় আবেদনের প্রেক্ষিতে বুধবার এ কথা জানায় দুদক।
এর আগে, বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হকের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে ৭ আগস্ট জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর অংশ হিসেবে ২৯ জুলই নোটিশ পাঠানো হয়। আজ ৭ আগস্ট তাদের দু’জনকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল। কিন্তু তাদের পক্ষে রবিবার দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা উপপরিচালক জালাল উদ্দিনের কাছে সময়ের আবেদন পাঠানো হয়।
দুদকে হাজির হতে দেয়া সময়ের আবেদনে মাহি ও তার স্ত্রী বলেছেন, ব্যক্তিগত কাজে তারা ব্যস্ত থাকায় ওই দিন (৭ আগস্ট) দুদকে হাজির হতে পারবেন না। এজন্য তারা সময় চান। তাদের সেই আবেদনের প্রেক্ষিতে নতুন দিন ধার্য করেছে দুদক।