বাংলাদেশ দলের সফলতম অধিনায়ক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার পর এবার মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তার স্ত্রী সুমনা হক সুমিও।
সোমবার (৭ জুলাই) মাশরাফির পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে, বর্তমানে ঢাকার বাসায় থেকে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি চিকিৎসা নিচ্ছেন। সুমির শারীরিক অবস্থা ভালো।
উল্লেখ্য, মাশরাফির করোনা আক্রান্ত হওয়ার ২ দিন পর তার একমাত্র ছোট ভাই মুরসালিন বিন মর্তুজা (সেজার) করোনা আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শে ঢাকার বাসায় আইসোলেশনে আছেন মাশরাফি, মাশরাফির ছোট ভাই সেজার এবং স্ত্রী সুমনা হক সুমি। সকলেই সুস্থ আছেন।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com