বলিউড অভিনেত্রী ক্যাটরিনা এবার পা রাখবেন মাল্টার দ্বীপে। ক্যাটরিনা তাই দারুণ উচ্ছ্বসিত। কিন্তু এই উচ্ছ্বাস মাল্টা ভ্রমণের চেয়ে বেশি ‘থাগস অব হিন্দুস্তান’ ছবিতে অভিনয়ের জন্য। কেননা ছবিটি মিস্টার পারফেকশনিষ্ট আমির খানের। বলিউডের সবাই জানেন, আমিরের ছবি মানেই বিশেষ কিছু, যা অভিনয়শিল্পীর ক্যারিয়ারের জন্য প্লাস পয়েন্ট। যেজন্য ক্যাটরিনার উচ্ছ্বাস প্রকাশ অস্বাভাবিক মনে হয়নি কারও। জানা গেছে, পোস্টার প্রকাশের পর মাল্টায় ছবির দৃশ্য ধারণ শুরু হবে। দৃশ্য ধারণের তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ জুন। এর আগেই মাল্টার সমুদ্র দ্বীপে হাজির হবেন ক্যাটরিনা। এ ছবিতে ক্যাটরিনা, আমির ছাড়াও অভিনয় করছেন অমিতাভ বচ্চন এবং ‘দঙ্গল’খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখ।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com