ঢাকা , সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতেবিভিন্ন চক্রান্তে লিপ্ত আ’লীগ গ্রিন সিলেট ট্রাভেলসের আয়োজনে বাংলাদেশে পর্তুগাল দূতাবাস/কনসুলেট চেয়ে খোলা চিঠি স্বৈরাচার সরকার পতনের পর যুক্তরাজ্যে ফিরছেন সিলেট আওয়ামী লীগ নেতারা বিএনপি পর্তুগাল শাখার উদ্যোগে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত! বন্যার্ত মানুষের ত্রান তহবিলের জন্যে ৬ লাখ পঞ্চাশ হাজার টাকা ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বেজা শাখার কর্মি সম্মেলন অনুষ্ঠিত বিমানের নতুন চেয়ারম্যান কুলাউড়ার আব্দুল মুয়ীদ চৌধুরী খালেদা জিয়ার সুস্থতা ও ২৪ কোটা আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল পর্তুগালে রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটির আত্মপ্রকাশ পর্তুগাল বিএনপি’র আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বরণে দোয়া ও মাহফিল সম্পন্ন বিমূর্ত সব মুর্হুতরা, আমার মা’য়ের সাথের শেষ শনিবার – শাহারুল কিবরিয়া

মার্কিন রণতরীর নিখোঁজ ৭ নাবিকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : ০৪:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭
  • / ১৩৬৫ টাইম ভিউ

জাপানের উপকূলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি রণতরীর সঙ্গে ফিলিপাইনের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজের সংঘর্ষের ঘটনায় মার্কিন নৌবাহিনীর নিখোঁজ সাত নাবিকের মরদেহ উদ্ধার
রোববার সকালে উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত রণতরীর একাংশে প্রবেশ করে মরদেহগুলো উদ্ধার করেন। মার্কিন নৌবাহিনী ও জাপানের গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানায়।
প্রাথমিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে মরদেহগুলো জাপানি হাসপাতালে নেওয়ার পর পরিচয় শনাক্তের কাজ করা হবে।
স্থানীয় সময় শনিবার ভোরে টোকিও উপসাগরের দক্ষিণে বন্দরনগরী ইয়োকোসুকার কাছে সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে যুক্তরাষ্ট্রের সাত নাবিক নিখোঁজ ছিলেন এবং কমান্ডিং অফিসারসহ অন্তত তিনজন আহত হওয়ার খবর জানিয়েছিল বিবিসি ও সিএনএন।
ওই ঘটনার পর যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল, মিসাইলবাহী ডেস্ট্রয়ার ইউএসএস ফিটজেরাল্ডের স্টারবোর্ড সাইডে পানির ওপরে ও নিচে উভয় দিকে ক্ষতিগ্রস্ত হয়েছে। দু’টি জাহাজের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে ডেস্ট্রয়ার ফিটজেরাল্ডের কমান্ডিং কর্মকর্তা ব্রেইস বেনসনও রয়েছেন। তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা স্থিতিশীল। নিখোঁজ নৌ-সেনাদের খোঁজে সাগরে তল্লাশি চলছে।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পরিচালন প্রধান অ্যাডাম জন রিচার্ডসন বলেন, ফিটজেরাল্ডের ক্রু এবং তাদের পরিবারের পাশে তারা আছেন।
কোন পরিস্থিতিতে জাহাজ দু’টির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা পরিষ্কার নয়। তদন্ত শেষ হলে বিষয়টি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
জাপানের বৃহত্তম দু’টি কনটেইনার পোর্ট টোকিও ও ইয়োকোহামামুখী জাহাজ চলাচলের কারণে টোকিও উপসাগরে ঢোকার জলপথটি বাণিজ্যিক জাহাজের আনাগোনায় ব্যস্ত থাকে। এই জলপথেই জাহাজ দু’টির সংঘর্ষ হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত ছবি থেকে বোঝা গেছে, কনটেইনারবাহী ৩০ হাজার টনি এসিএক্স ক্রিস্টালের সম্মুখভাগের একপাশ ইউএসএস ফিটজেরাল্ডের স্টারবোর্ড পাশে আঘাত করেছে। এতে এসিএক্স ক্রিস্টালের পোর্ট বো অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু তিনগুণ ওজনের বাণিজ্যিক জাহাজটির আঘাতে যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পোস্ট শেয়ার করুন

মার্কিন রণতরীর নিখোঁজ ৭ নাবিকের মরদেহ উদ্ধার

আপডেটের সময় : ০৪:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭

জাপানের উপকূলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি রণতরীর সঙ্গে ফিলিপাইনের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজের সংঘর্ষের ঘটনায় মার্কিন নৌবাহিনীর নিখোঁজ সাত নাবিকের মরদেহ উদ্ধার
রোববার সকালে উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত রণতরীর একাংশে প্রবেশ করে মরদেহগুলো উদ্ধার করেন। মার্কিন নৌবাহিনী ও জাপানের গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানায়।
প্রাথমিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে মরদেহগুলো জাপানি হাসপাতালে নেওয়ার পর পরিচয় শনাক্তের কাজ করা হবে।
স্থানীয় সময় শনিবার ভোরে টোকিও উপসাগরের দক্ষিণে বন্দরনগরী ইয়োকোসুকার কাছে সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে যুক্তরাষ্ট্রের সাত নাবিক নিখোঁজ ছিলেন এবং কমান্ডিং অফিসারসহ অন্তত তিনজন আহত হওয়ার খবর জানিয়েছিল বিবিসি ও সিএনএন।
ওই ঘটনার পর যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল, মিসাইলবাহী ডেস্ট্রয়ার ইউএসএস ফিটজেরাল্ডের স্টারবোর্ড সাইডে পানির ওপরে ও নিচে উভয় দিকে ক্ষতিগ্রস্ত হয়েছে। দু’টি জাহাজের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে ডেস্ট্রয়ার ফিটজেরাল্ডের কমান্ডিং কর্মকর্তা ব্রেইস বেনসনও রয়েছেন। তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা স্থিতিশীল। নিখোঁজ নৌ-সেনাদের খোঁজে সাগরে তল্লাশি চলছে।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পরিচালন প্রধান অ্যাডাম জন রিচার্ডসন বলেন, ফিটজেরাল্ডের ক্রু এবং তাদের পরিবারের পাশে তারা আছেন।
কোন পরিস্থিতিতে জাহাজ দু’টির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা পরিষ্কার নয়। তদন্ত শেষ হলে বিষয়টি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
জাপানের বৃহত্তম দু’টি কনটেইনার পোর্ট টোকিও ও ইয়োকোহামামুখী জাহাজ চলাচলের কারণে টোকিও উপসাগরে ঢোকার জলপথটি বাণিজ্যিক জাহাজের আনাগোনায় ব্যস্ত থাকে। এই জলপথেই জাহাজ দু’টির সংঘর্ষ হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত ছবি থেকে বোঝা গেছে, কনটেইনারবাহী ৩০ হাজার টনি এসিএক্স ক্রিস্টালের সম্মুখভাগের একপাশ ইউএসএস ফিটজেরাল্ডের স্টারবোর্ড পাশে আঘাত করেছে। এতে এসিএক্স ক্রিস্টালের পোর্ট বো অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু তিনগুণ ওজনের বাণিজ্যিক জাহাজটির আঘাতে যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।