আপডেট

x


মানুষ ————এম,এ আহাদ পলাশ

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০ | ৮:২২ অপরাহ্ণ | 192 বার

মানুষ ————এম,এ আহাদ পলাশ

মানুষ সুন্দরের পূজারী কথাটা যেনো মানতে আজকাল মনেতে দ্বন্দ ভাই,
প্রতিটি পূজারী যেনো আজকের সমাজে সুন্দরের বিরুদ্ধেই করি চরাই উৎরাই।

ভদ্র সন্তানটারে আজ মানুষ দিতে চাইনা কেন যে অন্তরের আশীর্বাদ কিংবা দোয়া,
বরং তারেই অভদ্র বানাইয়া নিজের তালে মাতাইয়া জীবন দেই উল্টাইয়া!



হুস হারাইয়া মানুষ আমরা আজ বে হুস মানবতা দিয়া জলাঞ্জলি,
নিজের পেট ভারী করিয়া সদা ব্যস্ত হইয়াছি লইতে মানুষের অঞ্জলি।

এতোটুকু খারাপ হয়ে গেছি মানুষ নেই স্থান কাল পাত্র ভেদাভেদ,
বন্য পশুরাও যেনো স্তম্ভিত আজ দেখিয়া মানুষের হিংসা বিবাদ ক্লেদ!

আজি চারিদিকে মানুষের যেনো শুধুই নিজে খাই খাই চিন্তা আর ভাব,
কাজ না করিয়া কুবুদ্ধি খাঠাইয়া মানুষ বিলাসী জীবন করি লাভ!

সাপের গর্ত পাখীর নীড়ে খোজ করে পাইনি মওজুদ কোন ধন,
আমি মানুষ কোন না কোনভাবে আমার সঞ্চয় সদা বড় প্রয়োজন?

বিত্তবান হওয়া ছিলোনা এবং নয় কোনদিনই মানুষের অপরাধ,
কিন্তু কেন জানি আজকের বিত্তবানের প্রতি মজলুমের প্রতিবাদ!

অবাঞ্চিত শোষিত কিছু মানুষ ছিলো এবং থাকবে হয়তো অনাদিকাল,
তাই বলে কি শোষিতরা নিজ হাতে নিয়ে দিবে আপন ঘরের মাল?

মানুষ আমরা সেরা সৃষ্টি চলো ধোয়ে মুছে যতো মনের কালিমা,
প্রতিজ্ঞা করি গড়িবো সুন্দর দেশ ও জাতি সুন্দর করিবো দুনিয়া।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com