আপডেট

x


মানুষের ভোগান্তি লাঘবে হাজীপুরে কোদালিপার -দাউদপুর সড়ক সংস্কারের উদ্যোগ নেয় যুবকরা

শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ৬:৩৩ পূর্বাহ্ণ | 41 বার

মানুষের ভোগান্তি লাঘবে হাজীপুরে কোদালিপার -দাউদপুর সড়ক সংস্কারের উদ্যোগ নেয় যুবকরা

মানুষের ভোগান্তি লাঘবে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মধ্যে ভূইগাঁও শেষপ্রান্ত কোদালির পার থেকে ৫ নং ওয়ার্পওয়ার্ডের সড়কের অনেক জায়গা বড় বড় গর্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। ফলে বন্ধ হয়ে গেছে ছোট যানবাহন চলাচল । যদিও রিক্সা – সাইকেল চললেও প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।বর্ষা মৌসুমে ছোট যানবাহন তো দুরে থাক মানুষ চলাচল করতে পারে না, সন্ধ্যা নামলে অন্ধকারচ্ছন্ন হয়ে যায় গ্রামের এই এলাকা।
বর্ষার সেই ৬/৭ মাস মানুষের ভোগান্তির কথা ভেবে নিজ উদ্যোগে স্হানীয় তরুন – যুকদের সাথে নিয়ে ওই সড়কটি সংস্কার করেন দাউদপুর গ্রামের দেলোয়ার হোসেন, হুসুন মিয়া,আব্দুল হক,ইলিয়াস আলী,সামছুল হক,রাজু,মছব্বির,সুফিয়ান,
সুজন,সালাম, ইসমাইল প্রমুখ।
গতকাল শুক্রবার দিনব্যাপী তারা নিজ কোদাল দিয়ে নিজেরাই কাজ করছে,সংস্কার করার জন্য আরো কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছে।
এই কাজ শেষ হলে বর্ষা মৌসুমে কোন রকমে সড়কটি ব্যাবহার করার উপযোগী থাকবে।
এর আগেও গ্রামের এই সড়কটি এরাই কয়েকবার সংস্কার করেছিলো।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক বছর থেকে ইউনিয়ন পরিষদ থেকে এই সড়কটির সংস্কার করা হয় না।

প্রবাসী দেলোয়ার হোসেন নামে এক বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরেই সড়কটির এই বেহাল অবস্থা। এটি সংস্কারে জনপ্রতিনিধিসহ কেউ এগিয়ে আসেনি। আমার বাড়ির সামনে দিয়ে লোকসমাগম থাকায়,তাদের যাতায়াতের দুর্ভোগ নিজ চোখেই দেখতে পাই।
এজন্যই সামাজিক দায়বদ্ধতায় মানুষের জন্য কিছু করার প্রত্যয়ে এ কাজ করছি।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com