মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীর কোল থেকে ভাসমান অবস্থায় ইউসুফ আলী (১৬) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩১ মে মঙ্গলবার দুপুরে উপজেলার আজিমনগর ইউনিয়নের বাগডাঙ্গি এলাকা থেকে লাশটি উদ্ধার করেছে হরিরামপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) রুস্তম। তিনি বলেন, সকালে লাশটি ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে ভাসতে থাকা লাশটি উদ্ধার করে হরিরামপুর থানা পুলিশ। মৃত ইউসুফ আলী উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের জয়পুর গ্রামের মৃত কালাম গায়েনের ছেলে। তাঁর শারীরিক এবং মানসিক সমস্যা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com