আপডেট

x


মাদরাসাছাত্র রেজাউলের হত্যার বিচারের দাবিতে ছাত্র জমিয়তের মানববন্ধন | দেশদিগন্ত

সোমবার, ৩১ জুলাই ২০২৩ | ৯:৪৫ অপরাহ্ণ | 21 বার

মাদরাসাছাত্র রেজাউলের হত্যার বিচারের দাবিতে ছাত্র জমিয়তের মানববন্ধন | দেশদিগন্ত

যাত্রাবাড়ী বড় মাদরাসার ফজিলত প্রথম বর্ষের শিক্ষার্থী হাফেজ রেজাউল করিমের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। বিকেল পাঁচটায় জাতীয় প্রেসক্লাব চত্বরে ছাত্র জমিয়ত বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউসার আহমদের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে সংগঠনের ঢাকা মহানগর শাখার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অংশ নেয়।

এ সময় মানববন্ধনে নেতাকর্মীরা বলেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় কর্মীগণ শুক্রবার গুলিস্তানে শান্তি সমাবেশ নামে যে অশান্তি, নৈরাজ্য ও সন্ত্রাস কায়েম করেছে— তাতে প্রাণ হারায় নিরীহ মাদরাসা ছাত্র রেজাউল। শান্তি সমাবেশের নামে এধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড মুলত: ক্ষমতাসীনদের ভাবমূর্তিই ক্ষুন্ন করেছে।



নেতৃবন্দ আরোও বলেন, নিহতের পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ প্রদানসহ জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করত: দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। সেই সাথে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ছাত্র বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ সভাপতি মুফতি মাহবুবুল আলম, যুব জমিয়ত বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক চৌধুরী নাসির আহমদ, ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সাবেক সভাপতি এখলাছুর রহমান রিয়াদ, ছাত্র জমিয়ত বাংলাদেশের সহ সভাপতি সাব্বির আহমদ,যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ নূর হোসাইন, সাংগঠনিক সম্পাদক সাআদ বিন জাকির , প্রচার সম্পাদক আবু সুফিয়ান মানসুর, কলেজ বিষয়ক সম্পাদক মুহাম্মদ যোবায়ের , সাহিত্য সম্পাদক হাসান মাহমুদ, পাঠাগার সম্পাদক এনামুল হাসান নাঈম, নির্বাহী সদস্য কে এম তাহমিদ হাসান সহ প্রমুখ।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com