ঢাকা , শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতেবিভিন্ন চক্রান্তে লিপ্ত আ’লীগ গ্রিন সিলেট ট্রাভেলসের আয়োজনে বাংলাদেশে পর্তুগাল দূতাবাস/কনসুলেট চেয়ে খোলা চিঠি স্বৈরাচার সরকার পতনের পর যুক্তরাজ্যে ফিরছেন সিলেট আওয়ামী লীগ নেতারা বিএনপি পর্তুগাল শাখার উদ্যোগে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত! বন্যার্ত মানুষের ত্রান তহবিলের জন্যে ৬ লাখ পঞ্চাশ হাজার টাকা ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বেজা শাখার কর্মি সম্মেলন অনুষ্ঠিত বিমানের নতুন চেয়ারম্যান কুলাউড়ার আব্দুল মুয়ীদ চৌধুরী খালেদা জিয়ার সুস্থতা ও ২৪ কোটা আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল পর্তুগালে রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটির আত্মপ্রকাশ পর্তুগাল বিএনপি’র আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বরণে দোয়া ও মাহফিল সম্পন্ন বিমূর্ত সব মুর্হুতরা, আমার মা’য়ের সাথের শেষ শনিবার – শাহারুল কিবরিয়া

মাত্র ৫ টাকায় ৫ আইটেমের ৫ কেজি সবজি; ভিন্নধর্মী এক মানবতা | দেশদিগন্ত

মাহদী হাসান
  • আপডেটের সময় : ০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩
  • / ৫০৯ টাইম ভিউ

মৌলভীবাজারের চাঁদনিঘাট। শীতের দুপুর গড়িয়ে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। চাঁদনিঘাট থেকে গ্রামের রাস্তায় ভ্যানে করে বিভিন্ন আইটেমের সবজি নিয়ে বের হয়েছেন একজন তরুণ। না কোন পেশাদার সবজি বিক্রেতা নয়। মানুষদের ডেকে ডেকে বলছেন ‘আমাদের কাছ থেকে সবজি কিনবেন? মাত্র ৫ টাকায় ৫ আইটেমের ৫ কেজি সবজি’।

বলছিলাম আহবাব আল হামিদীর কথা। শ্রীমঙ্গল জামেয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসা থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) সম্পন্ন করে মৌলভীবাজার সরকারি কলেজে ইসলামের ইতিহাস নিয়ে অনার্স করছেন। পড়ালেখার পাশাপাশি কাজ করেন অসহায় সুবিধাবঞ্চিত মানুষদের জন্য। কখনো বা দেখা যায় তাকে ২ টাকা করে কম্বল বিক্রি করছেন। কখনো বা ৫ টাকায় ৫ কেজি সবজি। এ যেন এক ভিন্নধর্মী মানবতা।

যেখান পণ্যদ্রব্যের বাজারে মূল্য আকাশচুম্বি। সেই সময় এমন মানবিক উদ্যোক্তাদের সহায়তায় হাসি ফুটে অসহায়, দুস্থ মানুষদের মুখে। বিনামূল্যে চাইলেও এমন সহায়তার হাত প্রসারিত করা যেত! তবে কেন ভিন্ন পন্থা? এমন প্রশ্নের জবাবে আহবাব বলেন, চাইলে সম্ভব ছিলো বিনামূল্যে দেয়া। কিন্তু তাদের সাধ্যের ভিতরে ২/৫ টাকা দিয়ে কেনার মাঝে যেই ফিলিংসটা ফিল হয় সেটা বিনামূল্যে দিলে হতোনা। বস্তুতই এভাবে যদি আমরা এগিয়ে আসি। ২ টাকায় কম্বল এবং ৫ টাকায় ৫ কেজি সবজি কিনতে পারা যাবে এমনটা কি আদৌ সম্ভব আমাদের দেশে! যেন সাময়িক সময়ের জন্য হলেও এসকল মানবিক উদ্যোক্তাদের মাধ্যমে অসহায় মানুষের স্বস্তির সেই স্বপ্ন কিছুটা হলেও বাস্তবায়ন হচ্ছে।

পোস্ট শেয়ার করুন

মাত্র ৫ টাকায় ৫ আইটেমের ৫ কেজি সবজি; ভিন্নধর্মী এক মানবতা | দেশদিগন্ত

আপডেটের সময় : ০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩

মৌলভীবাজারের চাঁদনিঘাট। শীতের দুপুর গড়িয়ে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। চাঁদনিঘাট থেকে গ্রামের রাস্তায় ভ্যানে করে বিভিন্ন আইটেমের সবজি নিয়ে বের হয়েছেন একজন তরুণ। না কোন পেশাদার সবজি বিক্রেতা নয়। মানুষদের ডেকে ডেকে বলছেন ‘আমাদের কাছ থেকে সবজি কিনবেন? মাত্র ৫ টাকায় ৫ আইটেমের ৫ কেজি সবজি’।

বলছিলাম আহবাব আল হামিদীর কথা। শ্রীমঙ্গল জামেয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসা থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) সম্পন্ন করে মৌলভীবাজার সরকারি কলেজে ইসলামের ইতিহাস নিয়ে অনার্স করছেন। পড়ালেখার পাশাপাশি কাজ করেন অসহায় সুবিধাবঞ্চিত মানুষদের জন্য। কখনো বা দেখা যায় তাকে ২ টাকা করে কম্বল বিক্রি করছেন। কখনো বা ৫ টাকায় ৫ কেজি সবজি। এ যেন এক ভিন্নধর্মী মানবতা।

যেখান পণ্যদ্রব্যের বাজারে মূল্য আকাশচুম্বি। সেই সময় এমন মানবিক উদ্যোক্তাদের সহায়তায় হাসি ফুটে অসহায়, দুস্থ মানুষদের মুখে। বিনামূল্যে চাইলেও এমন সহায়তার হাত প্রসারিত করা যেত! তবে কেন ভিন্ন পন্থা? এমন প্রশ্নের জবাবে আহবাব বলেন, চাইলে সম্ভব ছিলো বিনামূল্যে দেয়া। কিন্তু তাদের সাধ্যের ভিতরে ২/৫ টাকা দিয়ে কেনার মাঝে যেই ফিলিংসটা ফিল হয় সেটা বিনামূল্যে দিলে হতোনা। বস্তুতই এভাবে যদি আমরা এগিয়ে আসি। ২ টাকায় কম্বল এবং ৫ টাকায় ৫ কেজি সবজি কিনতে পারা যাবে এমনটা কি আদৌ সম্ভব আমাদের দেশে! যেন সাময়িক সময়ের জন্য হলেও এসকল মানবিক উদ্যোক্তাদের মাধ্যমে অসহায় মানুষের স্বস্তির সেই স্বপ্ন কিছুটা হলেও বাস্তবায়ন হচ্ছে।