আপডেট

x


মাত্র ৫ টাকায় ৫ আইটেমের ৫ কেজি সবজি; ভিন্নধর্মী এক মানবতা | দেশদিগন্ত

বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩ | ৮:৩৪ অপরাহ্ণ | 67 বার

মাত্র ৫ টাকায় ৫ আইটেমের ৫ কেজি সবজি; ভিন্নধর্মী এক মানবতা | দেশদিগন্ত
৫ টাকায় ৫ কেজি সবজি কিনতে পেরে তৃপ্তির হাসি তাদের মুখে

মৌলভীবাজারের চাঁদনিঘাট। শীতের দুপুর গড়িয়ে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। চাঁদনিঘাট থেকে গ্রামের রাস্তায় ভ্যানে করে বিভিন্ন আইটেমের সবজি নিয়ে বের হয়েছেন একজন তরুণ। না কোন পেশাদার সবজি বিক্রেতা নয়। মানুষদের ডেকে ডেকে বলছেন ‘আমাদের কাছ থেকে সবজি কিনবেন? মাত্র ৫ টাকায় ৫ আইটেমের ৫ কেজি সবজি’।

বলছিলাম আহবাব আল হামিদীর কথা। শ্রীমঙ্গল জামেয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসা থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) সম্পন্ন করে মৌলভীবাজার সরকারি কলেজে ইসলামের ইতিহাস নিয়ে অনার্স করছেন। পড়ালেখার পাশাপাশি কাজ করেন অসহায় সুবিধাবঞ্চিত মানুষদের জন্য। কখনো বা দেখা যায় তাকে ২ টাকা করে কম্বল বিক্রি করছেন। কখনো বা ৫ টাকায় ৫ কেজি সবজি। এ যেন এক ভিন্নধর্মী মানবতা।



যেখান পণ্যদ্রব্যের বাজারে মূল্য আকাশচুম্বি। সেই সময় এমন মানবিক উদ্যোক্তাদের সহায়তায় হাসি ফুটে অসহায়, দুস্থ মানুষদের মুখে। বিনামূল্যে চাইলেও এমন সহায়তার হাত প্রসারিত করা যেত! তবে কেন ভিন্ন পন্থা? এমন প্রশ্নের জবাবে আহবাব বলেন, চাইলে সম্ভব ছিলো বিনামূল্যে দেয়া। কিন্তু তাদের সাধ্যের ভিতরে ২/৫ টাকা দিয়ে কেনার মাঝে যেই ফিলিংসটা ফিল হয় সেটা বিনামূল্যে দিলে হতোনা। বস্তুতই এভাবে যদি আমরা এগিয়ে আসি। ২ টাকায় কম্বল এবং ৫ টাকায় ৫ কেজি সবজি কিনতে পারা যাবে এমনটা কি আদৌ সম্ভব আমাদের দেশে! যেন সাময়িক সময়ের জন্য হলেও এসকল মানবিক উদ্যোক্তাদের মাধ্যমে অসহায় মানুষের স্বস্তির সেই স্বপ্ন কিছুটা হলেও বাস্তবায়ন হচ্ছে।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com