ইরাকি বাহিনী সিরীয় সীমান্তের কাছে দেশটির মরু এলাকার পশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) এর সর্বশেষ ঘাঁটি উচ্ছেদে বৃহস্পতিবার অভিযান শুরু করেছে।
জয়েন্ট অপারেশন কমান্ডার প্রধান জেনারেল আব্দেলামির ইয়ারাল্লাহ্ এক বিবৃতিতে বলেন, ‘ইরাকী সেনাবাহিনী, ফেডারেল পুলিশ ও আধা সামরিক বাহিনী (হাশেদ আল-শাবি) বৃহস্পতিবার সকালে আল-জাজিরা অঞ্চলের সালাহেদ্দিন, নিনেভেহ্ ও আনবার প্রদেশ আইএস মুক্ত করতে যৌথ অভিযান শুরু করেছে।’ এএফপি।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com