মরহুম মোহাম্মদ ওয়াজিব উল্লাহ’র মৃত্যতে দোয়া ও মিলাদ মাহফিল করলো আল-ফালাহ প্রবাসী কুয়েত
- আপডেটের সময় : ০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
- / ৪২৬ টাইম ভিউ
কুয়েত থেকে : আল-ফালাহ প্রবাসী পরিষদ কুয়েত’র সভাপতি সিরাজ মিয়ার পিতা মরহুম ওয়াজিব উল্লাহর মৃত্যতে ফাহিলের একটি হোটেলে রাত ৯ টায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে আল-ফালাহ পরিষদ কুয়েত ।
আবুল কালাম আজাদের পরিচালনায় মৌলানা আব্দুল মতলিব তেলাওয়াত এর মধ্যে দিয়ে মাহফিলে বয়ান করেন মৌলানা আব্দুল আহাদ,
দোয়া পরিচালনা করেন মৌলানা আব্দুল মতলিব ।
দোয়া মাহফিলে আরো উপস্হিত ছিলেন জালালবাদ সমাজ কল্যাণ সমিতি কুয়েত’র সাবেক সভাপতি আব্দুস মুহিত নাজমুল , বিশিষ্ট সংগঠক আব্দুস সালাম , সিলেট লেখক ফোরাম কুয়েত’র সাবেক সভাপতি আব্দুল মালিক, জালালবাদ স্পোটিং ক্লাব কুয়েত’র সভাপতি মো: শওকত আলী , মো: বাচ্ছু , জালালবাদ এসোসিয়েশন কুয়েত’র সদস্য সচিব মোরাদুল হক চৌধুরী, মো: সুমন আহমেদ আনসারী , শিব্বীর আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও গণমাধ্যম কর্মি ।
মরহুম ওয়াজিব উল্লাহ’র স্হৃতিচারন করেন উনার দ্বিতীয় ছেলে বিশিস্ট ব্যাবসায় ও সংগঠনের সভাপতি সিরাজ মিয়া, উনি বলেন যদি কাউকে দুংখ দিয়ে থাকেন ক্ষমা করে দিবেন এবং কারো কোনো ঋণ থাকে উনাকে বলার জন্য পরিশোধ করে দিবেন সবাই উনার জন্য দোয়া করবেন , মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় ।