ছয়ফুল আলম সাইফুল, মৌলভীবাজার প্রতিনিধিঃ কুলাউড়া উপজেলায় মনু রেল ব্রিজের নিচে ট্রেনে কাটা অজ্ঞাত এক যুবক (২৫) এর লাশ উদ্ধার ও তদন্ত করেছে পিবিআই, পুলিশ, জিআরপি।
১৬ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজনের দেয়া খবরের ভিত্তিতে উপজেলার হাজিপুর ইউনিয়নের মনু ব্রিজ এলাকা থেকে কুলাউড়া থানা পুলিশ, পিবিআই, রেলও্য়ে জিআরপি পৃথক দল ঘটনাস্থল পরির্দশন করে লাশটি উদ্ধার করে।
জানা যায়, শনিবার সকালে উপজেলার হাজিপুর ইউনিয়নের মনু রেলব্রিজ এর নিচে একটি লাশ দেখেতে পায় স্থানীয়রা। তাৎক্ষণিক তাঁরা কুলাউড়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। প্রাথমিক সুরতহালে লাশটি ট্রেনে কাটা বলে মনে করছে পুলিশ।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী বলেন, ট্রেনের নিচে কাটা পরে যুবকটির মৃত্যু হতে পারে। তবে স্থানীয়রা কেউ লাশটিকে সনাক্ত করতে পারছে না। ময়নাতদন্তের জন্য লাশটি পাঠানো হবে।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com