মধ্যেপ্রাচ্যে বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে,শক্তিশালী কমিটি গঠনের কাজ শুরু করেছেন -আহমদ আলী মুকিব
- আপডেটের সময় : ১২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২
- / ৩৯৪ টাইম ভিউ
মধ্যেপ্রাচ্যে বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে,করে,শক্তিশালী কমিটি গঠনের কাজ শুরু করেছেন আহমদ আলী মুকিব—
প্রবাসে যে কয়েকজন ব্যক্তি তাদের সততা, মেধা, কর্মদক্ষতা, সাহসিকতা ও দেশপ্রেমের মাধ্যমে সমহিমায় জনগণের হ্নদয়ে উজ্জ্বল স্থান করে নিয়েছেন তাদের মধ্যে অনন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদিআরব বিএনপির আহ্বায়ক আহমদ আলী মুকিব।মধ্যপ্রাচ্যর সিমানা ছারিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এখন তার অবস্থান অনন্য উচ্চতায়। আমাদের এখনো অনেক কিছু অজানা মুকিবকে নিয়ে গর্বিত মধ্যে প্রাচ্যে সহ প্রবাসী বিএনপির নেতাকর্মীরা।জিয়া পরিবারের আস্থাভাজন হিসেবে দেশে বিদেশে নেতাকর্মীদের মাঝেও গ্রহণযোগ্যতা রয়েছে ।মধ্যে প্রাচ্যে বিএনপিকে সুসংগঠিত করতে চষে বেড়াচ্ছেন এক দেশ থেকে অন্য দেশে । সংগঠিত করছেন মধ্যপ্রাচ্যের কাতার, লেবানন, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন কুয়েত ওমান শাখা বিএনপির কমিটি। মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে,শক্তিশালী কমিটি গঠনের কাজ ইতিমধ্যেই শুরু করেছেন।
এছাড়া ইউরোপ আমেরিকা সহ বহির্বিশ্ব নেতাকর্মীদের সঙ্গেও রয়েছে তার ঘনিষ্ঠ যোগাযোগ।দেশে বিদেশে সকল শ্রেণী-পেশার মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। আপাদমস্তক রাজনীতিবিদ আহমেদ আলী মুকিব মধ্যে প্রাচ্যের পাশাপাশি জয় করে ফেলেছেন বহির্বিশ্ব নেতাকর্মীদের মনও। তিনি তপ্ত মরুর বুকে চাষাবাদ করছেন সবুজ ধানের শীষ উড়াচ্ছেন জাতীয়তাবাদী আদর্শের পতাকা। সাংগঠনিক কাজে চষে বেড়াচ্ছেন মধ্যপ্রাচ্যে থেকে ইউরোপে। পাড়ি দিচ্ছেন হাজার হাজার মাইল। অংশ নিচ্ছেন হাসিনাবিরোধী বিক্ষোভে কিংবা দলীয় কর্মসূচিতে। যখনই দেশে দলের কোন নেতাকর্মী হত্যা-গুমের শিকার হন সঙ্গে সঙ্গেই প্রতিবাদের ঢেউ ছড়িয়ে দেন মধ্যপ্রাচ্য-ইউরোপে। সামনে থেকে দেন নেতৃত্ব। ইতিমধ্যে সৌদি আরব, মধ্যপ্রাচ্য ও ইউরোপে গড়ে তুলেছেন বিএনপির শক্ত ভিত। প্রবাসের ভোটারবিহীন সরকারের বিরুদ্ধে জনমত গড়তেও রাখছেন জোরালো ভূমিকা।
জীবনে সততা, মেধা, কর্তব্যনিষ্ঠা ও সব প্রতিকূলতা অতিক্রম করে জনকল্যাণমূলক রাজনীতির অভীষ্ট লক্ষ্যে তিনি এগিয়ে চলেছেন। ’১/১১-এর পর রাজনীতির ক্ষেত্রে দল ও মতাদর্শ পরিবর্তনের হিড়িক পড়ে যায়। রাজনীতিকরা সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের বেচাকেনার সামগ্রীতে পরিণত হয়। প্রলোভন ও হুমকির মুখে বহু আদর্শবাদী আদর্শচ্যুত হলেও তিনি ছিলেন নির্ভীক, ব্যতিক্রম এবং অনন্য,মাথা নত করেননি।কিন্তু কোনো ধরনের প্রলোভন বা হুমকির কাছে নতি স্বীকার করেননি।শহীদ জিয়ার আদর্শ ও চেতনার একনিষ্ঠ অনুসারী হিসেবে শুধু দেশের মানুষের কাছে নয়, সমগ্র বিশ্বেই বিশিষ্ট রাজনীতিবিদ হিসেবে তিনি পরিচিত।
বিএনপির বৈদেশিক কূটনীতিতে আহমদ আলী মুকিবের সাফল্য-বিগত ২০১৪ সালের ৫ই জানুয়ারি একতরফা নির্বাচনের বিরুদ্ধে প্রবাসে জনমত গঠনে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। গুম-খুন, মামলা-হামলাসহ বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতনের প্রতিবাদে সোচ্চার আন্দোলন গড়ে তুলে তুলেন ইউরোপ-মধ্যপ্রাচ্যে। বর্তমান ভোটারবিহীন সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরেন।বিএনপিকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে আইডিসি সিডিআইর সদস্য পদ লাভে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউরোপিয়ান পার্লামেন্টের সঙ্গে বিএনপির কূটনৈতিক সম্পর্ক তৈরিতে নেপথ্যে ভূমিকা রাখেন। মধ্যপ্রাচ্য বিএনপির নয়নের মনি, জাতীয়তাবাদী দলের প্রাণ আহমদ আলী মুকিব একদিকে যেমন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে বিএনপির শক্ত সাংগঠনিক ঘাটি গড়ে তুলেছেন, শহীদ জিয়ার আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন ছড়িয়ে দিয়েছেন, তেমনি তিনি ইউরোপ সহ সর্বত্র বিএনপির বৈদেশিক কূটনীতি ও রাজনীতিতেও সাফল্য ছড়িয়ে দিতে নিরলস প্রয়াসী হচ্ছেন। এর আগে ইউরোপের বিভিন্ন দেশ সফর করেছেন। সফর কালে ইউরোপের দেশে দেশে আহমদ আলী মুকিব বিএনপি সহ সর্বস্তরের জনগণের ভালোবাসায় যেভাবে সিক্ত হয়েছেন, তাতেই তার আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক সাফল্যের উজ্জ্বল প্রমাণ বহন করে। ইউরোপ সফরের সময় তিনি যেমন বিএনপিকে আরো সাংগঠণিকভাবে উজ্জীবিত করেছেন, একই ভাবে ইউরোপীয় ইউনিয়ন কমিশন ও পার্লামেন্টের এমপি, সদস্য, বিভিন্ন সেক্রেটারি ও নেতৃত্বের সাথে সাক্ষাত করেছেন। সাক্ষাতের সময় তিনি বিএনপির বৈদেশিক নীতি ও তারেক রহমানের আধুনিক রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি ইত্যাদি দর্শন তুলে ধরেছেন। আহমদ আলী মুকিবের অসামান্য রাজনৈতিক ক্যারিশম্যাটিক সাংগঠনিক দক্ষতা ও কর্মকান্ড দেখে বহির্বিশ্ব বিএনপির সাংগঠনিক কর্মকান্ডকে আরো গতিশীল করেছেন।বহিবিশ্বে সরকার বিরোধী জনমত গঠনে বলিষ্ট -ভূমিকা৫জানুয়ারি ২০১৪ একটি অবৈধ, ভোটারবিহীন এক তরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন বর্তমান স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বিদেশে জনমত গঠনে বলিষ্ট ভূমিকা রেখেছেন। ৫ জানুয়ারি নির্বাচনের আগে থেকে সরকারের দুঃশাসন,মানবতাবিরোধী অপরাধ
মানবাধিকার লংঘনসহ বিভিম্ন বিষয়ে বহির্বিশ্বে জনমত গঠনে নিরলস পরিশ্রম করেছেন।জনমত গঠনে ঘুরে বেড়িয়েছেন দেশ থেকে দেশে।
জিয়ার আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন ছড়িয়ে দিয়েছেন, মেরুর বুকে ধানের শীষের বীজ রোপন করেছেন, তেমনি তিনি মধ্যে প্রাচ্য প্রতিটি দেশে সর্বত্র বিএনপির নেতাকর্মীদের নিয়ে বিএনপি কে শক্তিশালী করার সাফল্য ছড়িয়ে দিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন,
সম্প্রতি আহমেদ আলী মুকিব, মধ্যে প্রাচ্য বিভিন্ন দেশে সফর করেছেন, সফর কালে মধ্য- প্রাচ্য বিভিন্ন দেশে বিএনপি বিভিন্ন গ্রুপে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল নেতৃবৃন্দ কে একত্রিত করে, সুন্দর ভাবে মধ্য- প্রাচ্য কমিটি গুলো শক্তিশালী নেতৃত্বের হাতে প্রেরণ করছেন, মেয়াদ উত্তীর্ণ কমিটি গুলো পুর্নগঠনের কাজ ইতিমধ্যেই শুরু করেছেন
কাতার বিএনপি বাহরাইন বিএনপি,
সংযুক্ত আরব আমিরাত বিএনপি-
বহুল প্রতীক্ষিত আবুধাবি বিএনপি কমিটি পুর্নগঠনের লক্ষ্য বর্তমানে সংযুক্ত আরব আমিরাত সফরে রয়েছেন অত্যন্ত সুন্দর সকল ব্যাক্তিস্বার্থের উর্ধে উঠে দলের স্বার্থকে প্রাধান্য দিয়ে,দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দের সমন্বয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া কাউন্সিলের মাধ্যমে একটি সুন্দর ও শক্তিশালী কমিটি উপহার দেয়ার লক্ষ্য কাজ করে যাচ্ছেন।
জর্ডান বিএনপি, ওমান বিএনপি কমিটি নিয়েও খুব তাড়াতাড়ি বসবেন বলে জানা গেঁছে ।