বালাগঞ্জ উপজেলার মজলিশপুর কাজীপুর বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্টাতা শেখ এখলাছুর রহমান ইংল্যান্ডের বিখ্যাত লেনস্টোর কোম্পানির পক্ষ থেকে দানকৃত মজলিশপুর কাজীপুর বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, এলাকাবাসি এবং শিক্ষকদের হাতে ৫ টি ল্যাপটপ তুলে দেন। এ উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপণা কমিটির সভাপতি জনাব অলিউর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হারুন মিয়া। অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব শেখ এখলাছুর রহমান বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষা নিশ্চিত করতে হবে। বিশ্বায়নের চাহিদা মেটাতে আইটি শিক্ষার বিকল্প নেই।বাংলাদেশের প্রতিটি শিশুকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। মানসম্মত তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে আগামীদিনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবার্তা সিলেট ব্যুরো চিফ মো. আজাদ মিয়া,বালাগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য জনাব জহিরুল ইসলাম, শেখ মশিউর রহমান, শেখ শহিদুর রহমান। অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন বিশিষ্ট যুবলীগ নেতা জাহাজ মিয়া, লাল মিয়া, শিক্ষক আমিনুর রহমান, বাবলী রাণী দে প্রমুখ।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com