আপডেট

x


মঙ্গলবার চাঁদ দেখা গেলে ৩০ জুলাই হজ শুরু

শনিবার, ১৮ জুলাই ২০২০ | ৬:১৫ অপরাহ্ণ | 167 বার

জিলকদ মাসের ২৯তম দিনে আগামী মঙ্গলবার জিলহজ মাসের চাঁদ দেখা যাবে বলে আশা করছে সৌদি আরব। সেই অনুযায়ি, আগামী ২২ জুলাই জিলহজ মাস শুরু হওয়ার পর মক্কার সন্নিকটে আরাফাত ময়দানে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে ৩০ জুলাই থেকে। -গালফ নিউজ

জিলহজের চাঁদ খালি চোখে বা টেলিস্কোপে দেখার পর তা স্থানীয় কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে সৌদি নাগরিকদের। প্রতিবছর আরবি ১২তম মাস জিলহজ মাসেই হজের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়।



সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির নাগরিকদের জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়া মাত্রই তা কাছের আদালত বা প্রশাসনিক কেন্দ্রে জানাতে বলা হয়েছে, যেন হজের আনুষ্ঠানিকতা শুরু করা যায়। জ্যোতির্বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী ২২ জুলাই জিলহজ ও ৩০ জুলাই হজ শুরু হওয়ার কথা।#

 

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com