আপডেট

x


ভ্যাকসিন হিরো পুরুষ্কার পাওয়ায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আনন্দ র‌্যালী

শনিবার, ০৫ অক্টোবর ২০১৯ | ২:৩৭ অপরাহ্ণ | 247 বার

ভ্যাকসিন হিরো পুরুষ্কার পাওয়ায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আনন্দ র‌্যালী
আনন্দ র‌্যালী

দেশ দিগন্ত ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গ্লোবাল এলায়েন্স ফর ভ্যাকসিন্স এন্ড ইমিউনাইজেশন (জিএভিআই) কর্তৃক “ভ্যাকসিন হিরো” আন্তর্জাতিক পুরুষ্কার প্রাপ্ত হওয়ায় কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনন্দ র‌্যালী করেছে। আনন্দ র‌্যালী আজ ৫ অক্টোবর (শনিবার) সকালে শহর প্রদক্ষিন করে। র‌্যালিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্মকর্তা-কর্মচারী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

র‌্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. মো. নুরুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক আব্দুল আহাদ, স্যানিটারী ইন্সপেক্টর জসিম উদ্দিন, আব্দুল আউয়াল ও মো. আফতাব উদ্দীন প্রমূখ। সভা সঞ্চালনা করেন স্বাস্থ্য সহকারী মো. নাজমুল হক মুকুল।



সভায় বক্তরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো নামে আন্তর্জাতিক এ পুরুষ্কার পাওয়ায় সমগ্র জাতি আজ গর্বিত ও সম্মানিত। এসময় তারা স্বাস্থ্য সহকারীদেরকে টেকনিক্যাল পদমর্যাদাসহ উচ্চতর গ্রেডে পদায়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে বিনীত আহবান জানান।#

মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com