ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
বাংলাদেশে কোটা আন্দোলনে হত্যার প্রতিবাদে পর্তুগালে বিক্ষোভ করেছে বাংলাদেশী প্রবাসীরা প্রিয়জনদের মানসিক রোগ যদি আপনজন বুঝতে না পারেন আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে পর্তুগাল আওয়ামীলীগ যেকোনো প্রচেষ্টা এককভাবে সম্পন্ন করা সম্ভব নয়: দুদক সচিব শ্রীমঙ্গলে দুটি চোরাই মোটরসাইকেল সহ মিল্টন কুমার আটক পর্তুগালের অভিবাসন আইনে ব্যাপক পরিবর্তন পর্তুগাল বিএনপি আহবায়ক কমিটির জুমে জরুরী সভা অনুষ্ঠিত হয় এমপি আনোয়ারুল আজিমকে হত্যার ঘটনায় আটক তিনজন , এতে বাংলাদেশী মানুষ জড়িত:স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকাস্থ ইরান দুতাবাসে রাইসির শোক বইয়ে মির্জা ফখরুলের স্বাক্ষর

ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু- কুলাউড়ায় শৈশব স্মৃতিবিজড়িত পুকুরপাড়ে চিরনিদ্রায় শায়িত হলেন

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : ০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯
  • / ৬৩১ টাইম ভিউ

ভাষাসৈনিক রওশন আরা বাচ্চুকে শেষবারের মত ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন তাঁরই পৈত্রিক নিবাস মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সর্বস্তরের মানুষ। স্থানীয় ফুটবল খেলার মাঠে শেষ জানাযা শেষে পৌরএলাকার উছলাপাড়াস্থ বাবার বাড়ির শৈশবের স্মৃতি বিজড়িত পুকুর পাড়ে তাকে দাফন করা হয়।

০৪ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় কুলাউড়া ফুটবল খেলার মাঠে ভাষাসৈনিক রওশন আরা বাচ্চুর লাশ নেয়া হয়। সেখানে জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার, উপজেলা প্রশাসন, পৌরসভা, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানায়।

জানাযা পুর্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন জেলা প্রশাসক নাজিয়া শিরীন, পুলিশ সুপার ফারুক আহমেদ, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, সাবেক এমপি আব্দুল মতিন, কুলাউড়া পৌরসভার মেয়র শফি আলম ইউনুছ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সভাপতি ও কাউন্সিলার আব্দুল হান্নান, জাসদ সভাপতি মইনুল ইসলাম শামীম ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন প্রমুখ।

বক্তারা বলেন, ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু কুলাউড়ার মেয়ে। ৫২র ভাষা আন্দোলনে তিনি ১৪৪ ধারা ভেঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাতৃভাষার জন্য মিছিল করেছেন। ভাষার জন্য তাঁর এই ত্যাগ কুলাউড়ার মানুষ তথা গোটা জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।

উল্লেখ্য, ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু শিক্ষকতা জীবনে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক ছিলেন।

পোস্ট শেয়ার করুন

ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু- কুলাউড়ায় শৈশব স্মৃতিবিজড়িত পুকুরপাড়ে চিরনিদ্রায় শায়িত হলেন

আপডেটের সময় : ০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯

ভাষাসৈনিক রওশন আরা বাচ্চুকে শেষবারের মত ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন তাঁরই পৈত্রিক নিবাস মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সর্বস্তরের মানুষ। স্থানীয় ফুটবল খেলার মাঠে শেষ জানাযা শেষে পৌরএলাকার উছলাপাড়াস্থ বাবার বাড়ির শৈশবের স্মৃতি বিজড়িত পুকুর পাড়ে তাকে দাফন করা হয়।

০৪ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় কুলাউড়া ফুটবল খেলার মাঠে ভাষাসৈনিক রওশন আরা বাচ্চুর লাশ নেয়া হয়। সেখানে জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার, উপজেলা প্রশাসন, পৌরসভা, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানায়।

জানাযা পুর্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন জেলা প্রশাসক নাজিয়া শিরীন, পুলিশ সুপার ফারুক আহমেদ, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, সাবেক এমপি আব্দুল মতিন, কুলাউড়া পৌরসভার মেয়র শফি আলম ইউনুছ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সভাপতি ও কাউন্সিলার আব্দুল হান্নান, জাসদ সভাপতি মইনুল ইসলাম শামীম ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন প্রমুখ।

বক্তারা বলেন, ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু কুলাউড়ার মেয়ে। ৫২র ভাষা আন্দোলনে তিনি ১৪৪ ধারা ভেঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাতৃভাষার জন্য মিছিল করেছেন। ভাষার জন্য তাঁর এই ত্যাগ কুলাউড়ার মানুষ তথা গোটা জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।

উল্লেখ্য, ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু শিক্ষকতা জীবনে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক ছিলেন।