ঢাকা , বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
গ্রিন সিলেট ট্রাভেলসের আয়োজনে বাংলাদেশে পর্তুগাল দূতাবাস/কনসুলেট চেয়ে খোলা চিঠি স্বৈরাচার সরকার পতনের পর যুক্তরাজ্যে ফিরছেন সিলেট আওয়ামী লীগ নেতারা বিএনপি পর্তুগাল শাখার উদ্যোগে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত! বন্যার্ত মানুষের ত্রান তহবিলের জন্যে ৬ লাখ পঞ্চাশ হাজার টাকা ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বেজা শাখার কর্মি সম্মেলন অনুষ্ঠিত বিমানের নতুন চেয়ারম্যান কুলাউড়ার আব্দুল মুয়ীদ চৌধুরী খালেদা জিয়ার সুস্থতা ও ২৪ কোটা আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল পর্তুগালে রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটির আত্মপ্রকাশ পর্তুগাল বিএনপি’র আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বরণে দোয়া ও মাহফিল সম্পন্ন বিমূর্ত সব মুর্হুতরা, আমার মা’য়ের সাথের শেষ শনিবার – শাহারুল কিবরিয়া বাংলাদেশে কোটা আন্দোলনে হত্যার প্রতিবাদে পর্তুগালে বিক্ষোভ করেছে বাংলাদেশী প্রবাসীরা

ভারতে ৩ বাংলাদেশিকে গণপিটুনী দিয়ে হত্যা: ২ জনের পরিচয় শনাক্ত

দেশ দিগন্ত ডেক্স:
  • আপডেটের সময় : ০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
  • / ৩৫১ টাইম ভিউ

ভারতের আসাম রাজ্যে গণপিটুনিতে নিহত ৩ বাংলাদেশির দুইজনের পরিচয় পাওয়া গেছে। শনিবার রাতে করিমগঞ্জ জেলার পাথারকান্দি সীমান্তবর্তী বুবরীঘাট চা বাগানের বাসিন্দারা গরুচোর সন্দেহে তাদেরকে পিটিয়ে হত্যা করেছে। বিজিবি’র মাধ্যমে বিএসএফের পাঠানো ছবি দেখে সোমবার বিকেলে দুই জনের লাশ শনাক্ত করেছে তাদের স্বজনরা।

পরিচয় পাওয়া বাংলাদেশিরা হচ্ছে বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মানিক মিয়ার ছেলে জুয়েল আহমদ (২৬) ও আকদ্দছ মিয়ার ছেলে নুনু মিয়া (৩২)। তারা সম্পর্কে চাচা ভাতিজা এবং পেশায় সিএনজি চালিত অটোরিকশা চালক।

জানা গেছে, ভারতের পাথারকান্দি বুবরীঘাট চা বাগানে শনিবার রাতে গরু চোর সন্দেহে বাগান শ্রমিকরা কয়েক ব্যক্তিকে আটক করে। অমানবিক গণটিুনিতে তিন জনের মৃত্যু ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিএসএফ ১৩৪ ব্যাটালিয়নের আধিনায়ক সহ করিমগঞ্জ সীমান্ত শাখার অতিরিক্ত পুলিশ অধিক্ষক প্রশান্ত দত্ত। প্রশাসনের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের উপস্থিতিতে ৩ মৃত দেহের পকেটে থাকা বিড়ি, দেয়া শলাই, বিস্কুট, মশার কয়েল, ফেন্সিং কাটার যন্ত্রসহ কিছু নথিপত্র দেখে নিহতদের বাংলাদেশি নাগরিক বলে তারা নিশ্চিত হন। প্রাথমিক তদন্তে ধারণা করেন মৃত ব্যক্তিরা মৌলভীবাজার জেলার জুড়ী উপজলার জামকান্দি এলাকার বাসিন্দা। জুড়ী বিজিবি ও থানা পুলিশ জামকান্দি এলাকায় খোঁজ করেও বিএসএফের পাঠানো তথ্যমতে কাউকে পায়নি। অবশেষে সোমবার বিকেলে দুইজনকে শনাক্ত করা হয়।

নিহত জুয়েল আহমদের ভাই সোয়েল আহমদ জানান, তার ভাই ও চাচা সিএনজি চালান। গত কয়েক দিন থেকে বাড়ি ফিরছেন না। ইন্ডিয়ায় ৩ বাংলাদেশি মারা যাওয়ার খবর শুনে জুড়ী থানায় যোগাযোগ করেন। ৩ জনের লাশের ছবির মধ্যে চাচাকে শনাক্ত করি। বাকিগুলো অস্পষ্ট হওয়ায় ওসি স্যার অন্য এঙ্গেলের ছবি যোগাড় করে দেখালে ভাইকেও শনাক্ত করি। তারা কবে কিভাবে ভারতে গেছে বলতে পারছেন না।

জুড়ী থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, রোববার বিজিবি থেকে ছবি পেয়ে জামকান্দি এলাকায় তন্ন তন্ন করেও ৩ জনের লাশের কারো পরিচয় উদ্ধার করতে পারেননি। কোন মানুষ মিসিং রয়েছে বলেও কেই বলেনি। পরে বড়লেখা থানার ওসির কাছেও ছবি পাঠিয়ে দেই।

বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, ছবি পেয়েই তিনি বিভিন্ন জায়গায় খোজ নিতে শুরু করেন। বিকেলে কাঞ্চনপুর গ্রামের সোয়েল আহমদ নামক ব্যক্তি দুইজনের ছবি শনাক্ত করেছেন।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গাজী শহীদুল্লাহ সোমবার সন্ধ্যায় জানান, ভারতে নিহত অপর বাংলাদেশির পরিচয় জানার চেষ্ঠা চলছে। অপর দিকে শনাক্ত ২ বাংলাদেশির লাশ দেশে আনার জন্য বিএসএফের সাথে যোগাযোগ চলছে।#

পোস্ট শেয়ার করুন

ভারতে ৩ বাংলাদেশিকে গণপিটুনী দিয়ে হত্যা: ২ জনের পরিচয় শনাক্ত

আপডেটের সময় : ০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০

ভারতের আসাম রাজ্যে গণপিটুনিতে নিহত ৩ বাংলাদেশির দুইজনের পরিচয় পাওয়া গেছে। শনিবার রাতে করিমগঞ্জ জেলার পাথারকান্দি সীমান্তবর্তী বুবরীঘাট চা বাগানের বাসিন্দারা গরুচোর সন্দেহে তাদেরকে পিটিয়ে হত্যা করেছে। বিজিবি’র মাধ্যমে বিএসএফের পাঠানো ছবি দেখে সোমবার বিকেলে দুই জনের লাশ শনাক্ত করেছে তাদের স্বজনরা।

পরিচয় পাওয়া বাংলাদেশিরা হচ্ছে বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মানিক মিয়ার ছেলে জুয়েল আহমদ (২৬) ও আকদ্দছ মিয়ার ছেলে নুনু মিয়া (৩২)। তারা সম্পর্কে চাচা ভাতিজা এবং পেশায় সিএনজি চালিত অটোরিকশা চালক।

জানা গেছে, ভারতের পাথারকান্দি বুবরীঘাট চা বাগানে শনিবার রাতে গরু চোর সন্দেহে বাগান শ্রমিকরা কয়েক ব্যক্তিকে আটক করে। অমানবিক গণটিুনিতে তিন জনের মৃত্যু ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিএসএফ ১৩৪ ব্যাটালিয়নের আধিনায়ক সহ করিমগঞ্জ সীমান্ত শাখার অতিরিক্ত পুলিশ অধিক্ষক প্রশান্ত দত্ত। প্রশাসনের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের উপস্থিতিতে ৩ মৃত দেহের পকেটে থাকা বিড়ি, দেয়া শলাই, বিস্কুট, মশার কয়েল, ফেন্সিং কাটার যন্ত্রসহ কিছু নথিপত্র দেখে নিহতদের বাংলাদেশি নাগরিক বলে তারা নিশ্চিত হন। প্রাথমিক তদন্তে ধারণা করেন মৃত ব্যক্তিরা মৌলভীবাজার জেলার জুড়ী উপজলার জামকান্দি এলাকার বাসিন্দা। জুড়ী বিজিবি ও থানা পুলিশ জামকান্দি এলাকায় খোঁজ করেও বিএসএফের পাঠানো তথ্যমতে কাউকে পায়নি। অবশেষে সোমবার বিকেলে দুইজনকে শনাক্ত করা হয়।

নিহত জুয়েল আহমদের ভাই সোয়েল আহমদ জানান, তার ভাই ও চাচা সিএনজি চালান। গত কয়েক দিন থেকে বাড়ি ফিরছেন না। ইন্ডিয়ায় ৩ বাংলাদেশি মারা যাওয়ার খবর শুনে জুড়ী থানায় যোগাযোগ করেন। ৩ জনের লাশের ছবির মধ্যে চাচাকে শনাক্ত করি। বাকিগুলো অস্পষ্ট হওয়ায় ওসি স্যার অন্য এঙ্গেলের ছবি যোগাড় করে দেখালে ভাইকেও শনাক্ত করি। তারা কবে কিভাবে ভারতে গেছে বলতে পারছেন না।

জুড়ী থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, রোববার বিজিবি থেকে ছবি পেয়ে জামকান্দি এলাকায় তন্ন তন্ন করেও ৩ জনের লাশের কারো পরিচয় উদ্ধার করতে পারেননি। কোন মানুষ মিসিং রয়েছে বলেও কেই বলেনি। পরে বড়লেখা থানার ওসির কাছেও ছবি পাঠিয়ে দেই।

বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, ছবি পেয়েই তিনি বিভিন্ন জায়গায় খোজ নিতে শুরু করেন। বিকেলে কাঞ্চনপুর গ্রামের সোয়েল আহমদ নামক ব্যক্তি দুইজনের ছবি শনাক্ত করেছেন।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গাজী শহীদুল্লাহ সোমবার সন্ধ্যায় জানান, ভারতে নিহত অপর বাংলাদেশির পরিচয় জানার চেষ্ঠা চলছে। অপর দিকে শনাক্ত ২ বাংলাদেশির লাশ দেশে আনার জন্য বিএসএফের সাথে যোগাযোগ চলছে।#