আপডেট

x


‘ভারতের সঙ্গে সম্পর্ক নষ্টকারীরা বোকার স্বর্গে আছে’

রবিবার, ১৯ নভেম্বর ২০১৭ | ৪:৫৪ অপরাহ্ণ | 764 বার

‘ভারতের সঙ্গে সম্পর্ক নষ্টকারীরা বোকার স্বর্গে আছে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে একটি অশুভ শক্তি বর্বরোচিত হামলা করেছে। একটি সাম্প্রদায়িক শক্তি এ অপকর্মের অপচেষ্টা করেছে। সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা ও লুটপাট করেছে। এরা চাইছে- ভারতের সঙ্গে সুসম্পর্ক বিনষ্ট করতে।’
ওবায়দুল কাদের বলেন, ‘যারা ভারতের সঙ্গে সুসম্পর্ক বিনষ্ট করতে চায়, তারা বোকার স্বর্গে বাস করছে। এ হামলার সঙ্গে যারা জড়িত, যারা মঞ্চে ছিল, নেপথ্যে ছিল। তারা যতই প্রভাবশালী হোক, কেউ রেহাই পাবে না। প্রত্যককে বিচারের আওতায় আনা হবে। তদন্ত চলছে। ইতিমধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে। আরও গ্রেফতার হবে।’
রোববার রংপুরের গঙ্গাচড়া উপজেলার ঠাকুরপাড়া গ্রামে ক্ষতিগ্রস্তদের দেখতে গিয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, ‘নাসিরনগর-রামুর ঘটনা এবং রংপুরের ঠাকুরপাড়ার ঘটনা একই সূত্রে গাঁথা। এটি একটি ষড়যন্ত্রের অংশ। এ সময় ওবায়দুল কাদের ক্ষতিগ্রস্ত বাড়িগুলো ঘুরে দেখার পর ঠাকুরপাড়ায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে যোগ দেন।’
উল্লেখ্য, গত ১১ নভেম্বর ফেসবুকে ধর্মীয় অবমাননাকর স্ট্যাটাস দেয়ার অভিযোগে ওই গ্রামের হিন্দু সম্প্রদায়ের আটটি বাড়ি পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন। এ ঘটনায় সাত পুলিশ সদস্যসহ ২৫ জন আহত হন।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com