আপডেট

x


ভানুগাছ-শমসেরনগর মধ্যবর্তী রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০ | ১১:৫৩ পূর্বাহ্ণ | 488 বার

ভানুগাছ-শমসেরনগর মধ্যবর্তী রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

সিলেট-আখাউড়া রেলপথের কমলগঞ্জের গোবিন্দপুর (জালালীয়া) এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের (১৮) মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

গতকাল বুধবার (১৯ আগস্ট) সকাল ৯টার দিকে রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।



স্থানীয়রা জানান, বুধবার সকালে সিলেট-আখাউড়া রেলপথের কমলগঞ্জের ভানুগাছ-শমসেরনগর রেলস্টেশনের মধ্যবর্তী গোবিন্দপুর (জালালীয়া) এলাকায় রেললাইনের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে কমলগঞ্জ থানার পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে ঘটনাস্থল রেলওয়ে পুলিশের অধীনস্থ হওয়ার কারণে মরদেহ উদ্ধার না করে রেলওয়ে থানার পুলিশকে খবর দেওয়া হয়। পরে শ্রীমঙ্গল রেলওয়ে থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালের মর্গে পাঠায়।

জানা গেছে, মরদেহের পাশ থেকে একটি কোরআন শরীফ উদ্ধার করা হয়েছে। যুবকের মুখের ডান পাশে থেঁতলে যাওয়া আঘাত রয়েছে। ঘটনাটি রহস্যজনক মনে হলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু হয়েছে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com