ভর্তিতে বেশি টাকা নিলে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা
- আপডেটের সময় : ১১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
- / ৫০৩ টাইম ভিউ
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি ও সেশনসহ অন্যান্য ফি আদায়ে সরকারি বিধিবিধান অনুসরণ না করা হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। সোমবার (৩০ ডিসেম্বর) অধিদফতরের পরিচালক অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসাইন এ সংক্রান্ত আদেশ জারি করেন।
জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্তি প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ২০১৬ সালের (সংশোধিত) পরিপত্র এবং ২০১৮ সালের ভর্তি নীতিমালা অনুসরণ করতে হবে।
সরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজের জন্য ২০১৬ সালের জারি করা পরিপত্র (সংশোধিত) অনুযায়ী এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ২০১৮ সালের ভর্তি নীতিমালা বহির্ভুত অর্থ আদায় সংক্রান্ত কোনও অভিযোগ প্রমাণিত হলে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। অভিভাবকদেরও এ বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ২০২০ শিক্ষাবর্ষের জন্য ভর্তি শুরু হচ্ছে জানুয়ারিতে।