আপডেট

x


বড়লেখা-বিয়ানীবাজারের সংযোগস্থলে বসলো নূতন সাপ্তাহিক হাট

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০ | ৯:১৫ অপরাহ্ণ | 201 বার

বড়লেখা-বিয়ানীবাজারের সংযোগস্থলে বসলো নূতন সাপ্তাহিক হাট

আতুয়া-নয়াগ্রাম সেতু সংলগ্ন সোনাই নদীর তীরে ‘সোনাই নওয়া বাজার’ নামে নতুন একটি হাট বসানো হয়েছে। বড়লেখা ও বিয়ানীবাজার উপজেলার সংযোগস্থল এটি বসানো হয়।

সোনাই নদীর তীর সংলগ্ন আতুয়া ও নয়াগ্রাম এলাকার বাসিন্দাদের উদ্যোগে সোমবার বিকেলে থেকে নতুন এ হাট যাত্রা শুরু করেছে। স্থানীয়রা জানিয়েছেন, সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার হাটবাজার বসবে। এছাড়া অন্যান্য দিন বিকেলে সাধারণ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকানও বসবে।



জানা গেছে, বড়লেখার উত্তর শাহবাজপুর ও বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য ধরে রাখতে একটি সাপ্তাহিক হাটবাজার স্থাপনের উদ্যোগ নেয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে ৭ আগস্ট বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নের আতুয়া এবং বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের নয়াগ্রাম এলাকাবাসীর এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বড়লেখা এবং বিয়ানীবাজার উপজেলার সংযোগ স্থল আতুয়া-নয়াগ্রাম সেতু সংলগ্ন সোনাই নদীর দক্ষিণ তীরে সাপ্তাহিক হাট বসানোর সিদ্ধান্ত নেয়া হয়। হাটবাজারের জন্য ভূমি দান করেন আব্দুর রহমান লুকুছ। এরই প্রেক্ষিতে বাজার ব্যবস্থাপনা কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। পরে বাজারের নামকরণ দেয়া হয় ‘সোনাই নওয়াবাজার’।

বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ও মুড়িয়া ইউনিয়নের বাসিন্দা সেলিম উদ্দিন জানান, শাহবাজপুর ও মুড়িয়া ইউনিয়নের লোকজন মিলে সোনাই নদীর দক্ষিণ তীরে সাপ্তাহিক একটি হাট বাজার বসানোর উদ্যোগ নিয়েছি।

সোমবার থেকে হাটে কৃষিপণ্য বেচাকেনা শুরু হয়েছে। পরে আনুষ্ঠানিকভাবে এটির উদ্বোধন হবে। সোনাই নওয়া বাজারকে ঘিরে দুই উপজেলার মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ অবস্থান আরো সুদৃঢ় হবে। পাশাপাশি উভয় এলাকার মানুষ অর্থনৈতিকভাবেও লাভবান হবেন।

উত্তর শাহবাজপুর ইউনিয়নের বাসিন্দা আওয়ামী লীগ নেতা রফিক উদ্দিন আহমদ জানান, সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে এই বাজার ভূমিকা রাখবে। আতুয়া-নয়াগ্রাম সেতু নির্মাণের পিছনে মূলত যোগাযোগ বৃদ্ধি কল্পে ব্যবসার প্রসার ঘটানোই ছিলো আসল উদ্দেশ্য। এই উদ্দেশ্য সফল হয়েছে।

বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমদ খান জানান, সোনাই নওয়া বাজারটি চালু হওয়ায় উত্তর শাহবাজপুর ইউনিয়নের এবং মুড়িয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মানুষ বেশি উপকৃত হয়েছেন। স্থানীয় লোকজন সহজে হাট থেকে নিত্যপ্রয়োজনী জিনিস কিনতে পারবেন। এছাড়া স্থানীয় কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।#

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com